চীনের রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা--জাতীয গণ কংগ্রেসের স্থায়ী কমিটি ২৬ জুন সিদ্ধান্ত নিয়েছে যে , সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের চাহিদা অনুযায়ী এ বছরের কেন্দ্রীয় বাজেট বাড়ানো হবে এবং ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন তহবিলের জন্য৭০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে । পরবর্তীকালে বাস্তব অবস্থা অনুযায়ী বছরে বছরে অর্থ বরাদ্দের পরিমাণ স্থির করা হবে ।
এ তহবিল বিভিন্ন প্রক্রিয়ায়সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে ৬০ বিলিয়ন ইউয়ান কেন্দ্রীয় বাজেটের নিয়ন্ত্রিত তহবিল থেকে সংগ্রহ করা হয়েছে এবং বাকিটা গাড়ি কেনার শুল্ক, লটারি টিকিটের অর্থ ও রাষ্ট্রায়াত্ত অর্থবিনিয়োগ বাজেট থেকে নেওয়া হয়েছে ।
তহবিলটি প্রধানত জনসাধারণের বাড়িঘর , স্কুল ও হাসপাতাল নির্মাণএবং যাতায়াত ও বিদ্যুত উত্পাদনসহ বুনিয়াদী ব্যবস্থা পুনর্গঠন কাজে ব্যবহার করা হবে । --চুং শাওলি
|