চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়ায় তাঁর আনুষ্ঠানিক মৈত্রী সফর এবং মঙ্গোলিয়া, সৌদি আরব, কাতার ও ইয়েমেনে আনুষ্ঠানিক সফর সাফল্যের সঙ্গে শেষ করে ২৬ জুন সকাল পেইচিংয়ে ফিরে এসেছেন।
সফরকালে পাঁচ দেশের নেতা ও বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে সি চিন পিং ব্যাপক যোগাযোগ করেছেন এবং ঐ সব দেশের নেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চীন পাঁচটি দেশের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা ইতিবাচকভাবে ত্বরান্বিত করতে আগ্রহী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাং ইয়ে সুই সি চিন পিং এই সফরের ফলাফল ব্যাখ্যা করে বলেছেন, এটি ছিল সি চিন পিং ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হবার পর প্রথম সফর এবং চলতি বছর চীনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা। তাঁর সফর চীন ও পাঁচটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন কার্যকরভাবে ত্বরান্বিত করেছে। (লিলু)
|