বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি জনমত জরীপে জানা গেছে , ৭৫ শতাংশ মার্কিন নাগরিক জর্জ ডব্লিউ বুশের অর্থনৈতিক নীতিতে অসন্তুষ্ট । তারা মনে করেন , বুশের ৮ বছরের শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবনতি ঘটছে ।
এ মাসের শেষ দিকে লস এঞ্জেলেস টাইমস ও ব্লুমবার্গ এল পির চালোনো জনমত জরীপে জানা গেছে , জরীপে অংশগ্রহণকারী ১ হাজার ২৩৩জনের মধ্যে মাত্র ৯ শতাংশ মানুষ মনে করে যে , বুশের শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে ।
জরীপের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন রিপাব্লিকানদের মধ্যেও অধিকাংশ মানুষ বুশের অর্থনৈতিক নীতিতে অসন্তোষ প্রকাশ করেন ।
জরীপে বলা হয় , তেলের মূল্যের টানা বৃদ্ধির কারণে গত এক বছরে অর্থনীতির প্রতি মার্কিনীদের হতাশা স্পষ্টভাবে বেড়েছে ।
|