|
|
(GMT+08:00)
2008-06-26 18:47:08
|
নেপালের মন্ত্রীসভা সম্মেলনে নতুন সংবিধান সংশোধিত খসড়া প্রস্তাব গৃহীত
cri
নেপাল অস্থায়ী সরকারের মন্ত্রিসভা বৈঠকে ২৫ জুন সন্ধ্যায় দেশের নতুন সংশোধিত সংবিধানের খসড়া গৃহীত হয়েছে। ২৬ জুন খসড়াটি সাংবিধানিক পার্লামেন্ট পর্যালোচনার জন্য উত্থাপন করার কথা । এদিন নেপালের শ্রম ও পরিবহন প্রশাসন বিষয়ক মন্ত্রী রমেশ লেখাক এ কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, নতুন সংশোধিত সংবিধানের খসড়া ইতোমধ্যেই নেপালের প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েছে। তিনি বলেন, এই নতুন খসড়া অনুযায়ী, সরকারের প্রতি আস্থা ভোট অনুষ্ঠান সাংবিধানিক পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ওপরে নির্ভরশীল। একই সঙ্গে সরকার নিয়োগ করা সাংবিধানিক পার্লামেন্টের ২৬জন প্রতিনিধি পৃথক পৃথকভাবে দেশের ৯টি প্রধান রাজনৈতিক দল থেকে মনোনীত হবেন। এতে নেপালের কমিউনিস্ট পার্টি 'সি পি এন-এম'-এর ৯টি , এন সি ও সি পি এন-ইউ এম এল'-এর প্রত্যেকে ৫টি , মাধেসি জন অধিকার ফোরাম-এর ২টি এবং ৫টি ছোট দলের প্রত্যেকের ১ করে প্রতিনিধি থাকবে।--ওয়াং হাইমান
|
|
|