কাঠমান্ডু পোস্ট পত্রিকার ২৬ জুনের খবরে জানা গেছে, এ বছরের মার্চ মাস থেকে প্রায় ১২০০ ভূটানী শরণার্থীকে নেপাল থেকে তৃতীয় দেশে পুনর্বাসন করা হয়েছে।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ শরণার্থীদের মধ্যে প্রায় ১০০০ জনকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছে। অন্যান্যদেরকে নেদারল্যান্ডস, ডেনমার্ক, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডায় পুনর্বাসন করা হয়েছে। তিনি বলেন, জুলাই মাসের আগে আরো প্রায় ১৩০০ ভূটানী শরণার্থী নেপাল ছেড়ে তৃতীয় দেশে যাবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|