চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা – জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি ২৬ জুন জাতিসংঘ"প্রতিবন্ধী অধিকার কনভেনশন" অনুমোদন করেছে ।
এ কনভেনশন জাতিসংঘের ইতিহাসে সার্বিকভাবে প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণের প্রথম আন্তর্জাতিক আইন । ২০০৬ সালের ডিসেম্বর মাসে জাতি সংঘের সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে এ কনভেনশন গৃহীত হয় । এ কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোকে প্রতিবন্ধীদের অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এবং অবাধ জীবনযাত্রা নিশ্চিত এবং প্রতিবন্ধীদের মর্যাদার ওপর সম্মান প্রদর্শনের অনুরোধ করা হয় ।
বর্তমানে চীনে " প্রতিবন্ধীদের নিশ্চয়তা বিধান আইন"সহ অপেক্ষাকৃত পূর্ণাংগ আইন ব্যবস্থা গড়ে উঠেছে । চীন সরকার মনে করে যে , এ কনভেনশনের অনুমোদন চীনের প্রতিবন্ধী কাজের উন্নয়নের জন্যে কল্যাণকর হবে ।
|