v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-26 17:34:52    
জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা শিল্প উন্নয়নের সূতিকাগার চীনের বৃহত্তম বিজ্ঞান শিল্প উদ্যান

cri

   

    সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি সাশ্রয় ও দূষণ হ্রাস বিশ্বের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। চীনও এর ব্যতিক্রম নয়। চীনের বৃহত্তম হাই টেক শিল্প উদ্যান—পেইচিংয়ের চোংকুয়ানছুন হাই টেক বিজ্ঞান উদ্যানকে চীনের সিলিকোন ভ্যালি নামে অভিহিত করা হয়।

    পেইচিং চোংকুয়ানছুন হাই টেক বিজ্ঞান উদ্যান ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে দেশে-বিদেশের ১৮ হাজার হাই টেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। উদ্যানে প্রবেশ করে আমাদের সংবাদদাতা মনোরম পরিবেশ ও সুসম্পন্ন বুনিয়াদী ব্যবস্থা দেখে মুগ্ধ হন। চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানের ব্যবস্থাপনা কমিটির পরিচালক দাই ওয়েই জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক উদ্যান নির্মাণের লক্ষ্যে চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানের পরিবেশের সংস্কার করেছে এবং জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কিছু নতুন অবকাঠামো নির্মিত হয়েছে। যেমন সৌর শক্তি চালিত বিদ্যুত উত্পাদন যন্ত্র বসানো এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান অবকাঠামোর সংস্কার করা। দাই ওয়েই বলেন, 'জ্বালানি সম্পদ ও পানি সাশ্রয়ের জন্য আমরা সক্রিয়ভাবে নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার করি এবং নির্মাণের সময় জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুত্ বাঁচাই। কিছু এলাকায় তরঙ্গ রূপান্তর পদ্ধতিতে পানি সরবরাহ আর বৃষ্টি ও বন্যার পানি ব্যবহারসহ নানা ব্যবস্থা নির্মাণের মাধ্যমে পানি সাশ্রয় বাস্তবায়িত হয়েছে। প্রাকৃতিক পরিবেশ নির্মাণ ক্ষেত্রে বিজ্ঞান উদ্যান কর্তৃপক্ষ বর্তমানে গাছগাছড়ার বৈচিত্র্য রক্ষা করার পাশাপাশি সবুজায়নের হার ও পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদের ব্যবহারের হার বাড়ানোর নিরন্তর চেষ্টা চালাচ্ছে।

    এরপরও প্রাকৃতিক উদ্যান নির্মাণ কেবল অবকাঠামোর কাজের অংশমাত্র। চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা সংক্রান্ত অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেমন এখানকার অরিজিনওয়াটার টেকনোলজি কোঃ লিমিটেড হচ্ছে চীনের দূষিত পানি শোধনের সেরা শিল্প প্রতিষ্ঠান। এ কোম্পানি উদ্ভাবিত মেমব্রেইন বায়োরিঅ্যাক্টর প্রযুক্তি বিশ্বের প্রথম সারিতে অবস্থান করে নিয়েছে।

    এ উদ্যানে অবস্থিত ছিংহুয়া থোংফাং কোঃ লিমিটেড হচ্ছে চীনের তথ্য প্রযুক্তি শিল্পের প্রথম শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান। এ কোম্পানিটি তথ্য পণ্য উত্পাদনের সময়ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে। কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা ফান সিন জানিয়েছেন, 'আমাদের বড় আকারের বিদ্যুত্ কেন্দ্রে ব্যবহৃত সালফার মুক্তকরণ প্রযুক্তির কারণে চীনে অনেক প্রকল্পের কাজ পেয়েছি এবং এর খুব ভালো বিকাশ হয়েছে। আমাদের লাইটনিং ব্যবস্থা অলিম্পিকসহ চীনের অনেক বড় ও মাঝারি প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। এ প্রকল্পগুলোতে আমরা জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার ধারনাও দিয়েছি।'

    এ উদ্যানে অবস্থিত পেইচিং ডাইনামিক পাওয়ার কোঃ লিমিটেড বিশেষ করে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা সংক্রান্ত পণ্য উত্পাদনের একটি শিল্প প্রতিষ্ঠান। এ কোম্পানির সর্বশেষ উদ্ভাবিত সেন্ট্রাল এয়ার-কন্ডিশনারে ফিলটার ঐতিহ্যিক ফিলটারের তুলনায় জলবায়ু পরিষ্কারের বেশি কার্যকর। পাশাপাশি এগুলো জ্বালানি সাশ্রয় ও টেকসই। এই কোম্পানির উত্পাদিত ফিলটার বাজারে সমাদর পেয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের তথ্য গ্রামসহ সংশ্লিষ্ট স্থাপত্যের নির্মাণ কাজে এই নতুন পণ্য ব্যবহার হয়েছে।

    জানা গেছে, ২০০৭ সাল পর্যন্ত চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানে উপরোক্ত তিনটি কোম্পানিসহ জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা প্রযুক্তি উদ্ভাবন কোম্পানির সংখ্যা প্রায় ২০০০টি। তাদের উত্পাদন মূল্য প্রায় ৮০ বিলিয়ন ইউয়ান। এ অংক বিজ্ঞান উদ্যানের মোট উত্পাদন মূল্যের দশ ভাগের এক ভাগ।

 চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানের ব্যবস্থাপনা কমিটির পরিচালক দাই ওয়েই  

  চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানের ব্যবস্থাপনা কমিটির পরিচালক দাই ওয়েই বলেন, এই উদ্যানে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা ক্ষেত্রে অনেক আন্তর্জাতিক পর্যায়ের পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র আছে। চীনের পরিবেশ রক্ষা ও জ্বালানি ক্ষেত্রের বৈজ্ঞানিক জনশক্তির প্রায় চার ভাগের এক ভাগ এই উদ্যানে মিলিত হয়েছে। দেশ-বিদেশের বহু শ্রেষ্ঠ জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা প্রযুক্তি এখানে জন্ম নিয়েছে। ফলে চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যান প্রাকৃতিক উদ্যান গড়ে তোলাকে ভবিষ্যত উন্নয়নের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। দাই ওয়েই বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে চোংকুয়ানছুন পরিবেশ রক্ষা ও জ্বালানি সম্পদ শিল্পে দ্রুত উন্নয়নের প্রবণতা দেখা দিয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলো দ্রুত বড় হয়ে উঠছে। আমরা জ্বালানি ও পরিবেশ রক্ষা প্রযুক্তি উদ্ভাবন করা, উচ্চ মানের প্রযুক্তি, সাজসরঞ্জাম ও পরিসেবা সরবরাহ জোরদার পরিকল্পনা করেছি।'

    ইতোমধ্যে চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যান কর্তৃপক্ষ জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা শিল্পের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং বর্জ্য পদার্থ নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মানদন্ড ও নিশ্চয়তা ব্যবস্থা নির্ধারণ করেছে। তা ছাড়া বন্যা ও বৃষ্টির পানি ব্যবহার প্রকল্প, স্থাপত্য নির্মাণ সংক্রান্ত জ্বালানি সাশ্রয় প্রকল্প, বর্জ্য ইলেকট্রোনিক দ্রব্য সংগ্রহ ও নবায়ন প্রকল্পসহ দশটি গুরুত্বপূর্ণ প্রকল্প নির্ধারিত হয়েছে।

    চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যাদ জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা প্রকল্পকে আর্থিক সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে নতুন জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি সম্পদ ব্যবহার, পানি সম্পদ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয় সম্পর্কিত প্রকল্পকে সর্বোচ্চ ৫০ লাখ ইউয়ান রেনমিনপি আর্থিক সমর্থন দেয়া হবে। চোংকুয়ানছুন বিজ্ঞান উদ্যানের ব্যবস্থাপনা কমিটির উপ-পরিচালক লি শু চু জানিয়েছেন, 'প্রতিটি প্রকল্পকে দেয়া সহায়ক অর্থ সেই প্রকল্পের মোট বিনিয়োগ মূল্যের ৪০ শতাংশের বেশি হবে না। অথবা ৫০ লাখ ইউয়ানের বেশি হবে না। এই অর্থ প্রধানত বিজ্ঞান উদ্যানের শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল ও তাদের প্রয়োজনীয় সেবা কেনার জন্য ব্যবহার হবে।'

    ব্যবস্থাপনা কমিটির পরিচালক দাই ওয়েই বলেন, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা শিল্প হচ্ছে উদিত সূর্যের মতো। সহায়ক নীতি সামাজিক দৃষ্টিভঙ্গীর কারণে এই শিল্পের উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এর অতি উজ্জ্বল ভবিষ্যত সম্ভাবনা আছে। (ইয়ু কুয়াং ইউয়ে)