সুদানের দারফুর সমস্যা সমাধানের জন্য চীন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৬ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চাই চুন পেইচিংয়ে এ কথা জানান।
এদিন " দারফুরের শান্তি ও উন্নয়ন" শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, চীন সুদানের ওপর অবরোধ আরোপ বা শাস্তি আরোপ করার বিরুদ্ধে । চীনের লক্ষ্য হচ্ছে সমস্যা সমাধান করা ,কোনো ভাবেই সমস্যা জটিল করে তোলা নয়।
তিনি বলেন, বিভিন্ন পক্ষের যোগাযোগ এগিয়ে নেয়ার জন্য চীন ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দারফুর অঞ্চলে আফ্রিকা দেশগুলো ছাড়া , চীনই সবচেয়ে আগে শান্তি রক্ষী বাহিনী পাঠিয়েছে। এ ছাড়াও চীন দারফুর সমস্যা সমাধান বিষয়ক জাতিসংঘ তহবিলে আরো ৫ লাখ মার্কিন ডলার বরাদ্দ করেছে এবং ইতোমধ্যেই দারফুরে মোট ৮ কোটি ইউয়ানের মানবিক ত্রাণ-সামগ্রী পাঠিয়েছে।
তিনি আরো বলেন, সুদানের দারফুর সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অবদান রাখতে আগ্রহী। --ওয়াং হাইমান
|