মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠেয় ১১তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে বিশ্ব খাদ্যশস্য সংকট ও জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আফ্রিকার ভবিষ্যত্ উন্নয়নের সুযোগ ও চ্যালেঞ্জসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। ২৫ জুন আফ্রিকান ইউনিয়ন কমিটির ভাইস চেয়ারম্যান এরাস্তুস মুয়েনছা শারম এল-শেইখে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি সম্মেলনের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, এবার সম্মেলনের প্রধান প্রতিপাদ্য হচ্ছে " পানি ও স্বাস্থ্য খাতে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করা" । আফ্রিকান ইউনিয়নের ৫৩টি সদস্য দেশ এ সম্মেলনে অংশ নেবে। এতে বিশেষভাবে খাদ্যশস্য ও কৃষি পণ্যের মূল্যবৃদ্ধির সমস্যা, আফ্রিকার নতুন অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত শীর্ষ সম্মেলনের রিপোর্ট , পানি ও স্বাস্থ্য খাতে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন এবং জাতিসংঘ সংস্কারের অগ্রগতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে।
এদিন আফ্রিকান ইউনিয়ন কমিটির গ্রামীণ অর্থনীতি ও কৃষি সদস্য রোড্ডা পিস এ সংবাদ সম্মেলনে বলেন, ২০১৫ সালের আগে পানি ও স্বাস্থ্য খাতে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন আফ্রিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি আফ্রিকার দেশগুলোকে বেশি সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন। --ওয়াং হাইমান
|