v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-26 15:55:53    
সিঙ্গাপুরে আন্তর্জাতিক পানিসম্পদ সপ্তাহ

cri
    সিঙ্গাপুর আন্তর্জাতিক পানি সপ্তাহ হচ্ছে সিঙ্গাপুরে পালিত। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারীদের জন্য পানি সম্পদ সমস্যা নিয়ে আলোচনা, পানি সম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিনিময় এবং পানি ক্ষেত্রে বিভিন্ন দেশের নতুন প্রযুক্তি ও নতুন পণ্য প্রদর্শনী নতুন প্লাটফর্ম যুগিয়েছে।

    সম্মেলনে সিঙ্গাপুরের জাতীয় গবেষণা তহবিলের চেয়ারম্যান ডাক্টর তোনি তান কেং ইয়াম বলেন, বিশুদ্ধ পানি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বিশুদ্ধ পানির সরবরাহের খুব অভাব। তিনি আরো বলেন,

    সকল সমাজে বসবাস ও উন্নয়নের জন্য পানীয় জল খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রাকৃতিক পানি সম্পদের মধ্যে মাত্র এক শতাংশ হলো মিঠা পানি। এখনো পর্যন্ত বিশ্বের ছয় ভাগের এক ভাগ লোক বিশুদ্ধ পানি সরবরাহের অভাবের মধ্যে রয়েছে। লোকসংখ্যা ও অর্থনৈতিক তত্পরতা বাড়ার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ পানির অভাব অনেক শহরের উন্নয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    পানি সম্পদের কার্যকর ব্যবস্থাপনা হচ্ছে অর্থনীতির টেকসই উন্নয়নের ভিত্তি। এটি জ্বালানীর নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। পানি সপ্তাহ সম্মেলনে অংশগ্রহণকারীরা পানি দূষণ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা, পানি সম্পদ পুঁজি বিনিয়োগ ও সহযোগিতা এবং পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে মত বিনিময় করেছেন এবং এর সঠিক পদ্ধতি খুঁজে বের চেষ্টা করেছেন।

    চীন হচ্ছে পানিসম্পদের একটি অপতুল দেশ। মাথাপিছু পানিসম্পদ বিশ্বের গড় মানের এক চতুর্থাংশ। একই সঙ্গে কিছু এলাকার বিস্তীর্ণ অঞ্চলে পানি গুরুতর দূষণের প্রবণতা দেখা দিয়েছে। পানি পরিবেশ রক্ষার জন্য চীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে পানি দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের জলসেচ মন্ত্রণালের উপ-মন্ত্রী হু সি ই বলেন,

    ২০০৭ সালের মে মাসে চীনের থাই হ্রদের নীলচে সবুজ শ্যাওলা চীনের চিয়াংসু প্রদেশের উ সি শহরের ১০ লাক্ষাধিক স্থানীয় অধিবাসীর পানি সরবরাহে মারাত্মক সংকট সৃষ্টি করেছিল। থাই হ্রদ অঞ্চল হচ্ছে চীনের সবচেয়ে উন্নত একটি অঞ্চল। কিন্তু সেখানে পানি দূষণ প্রতিরোধ এবং পানি পরিবেশ রক্ষার পদ্ধতি অর্থনীতির গতির চেয়ে পশ্চাত্পদ। নীলচে সবুজ শ্যাওলা সংকটের মুখে পড়ার পর চীন সরকার এবং স্থানীয় সরকার জরুরী ব্যবস্থা নিয়ে পানি দূষণ সমস্যা সমাধানের চেষ্টা করে। এতে পানি সরবরাহ সংকট এক সপ্তাহের মধ্যে সমাধান করা সম্ভব হয়। সার্বিকভাবে থাই হ্রদের পানির পরিবেশ রক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগ এই হ্রদ অঞ্চলের পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছে। পরিকল্পনাটি চীন সরকারের স্বীকৃতিও পেয়েছে। এর লক্ষ্য হলো ৫ থেকে ১০ বছরের মধ্যে থাই হ্রদের দূষণ সমস্যার সমাধান করা।

    কার্যকর পানিসম্পদ ব্যবস্থাপনার উপায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের ওয়াটার বিজনেস গ্রুপের চেয়ারম্যান টোম সিয়ারলে বলেন,

    আমি মনে করি, নেতারা কেবল পানি ব্যবস্থাপনা করবেন। তা নয়। বরং তাদের টেকসই ও পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করতে হবে এবং পানি প্রবাহের সঙ্গে সঙ্গে অবকাঠামো পরিষ্কার পরিচ্ছ্ন্ন রাখতে হবে। তা ছাড়াও, ভিত্তি নির্মাণ জোরদার করতে হবে। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। শক্তিশালী ভিত্তি নির্মাণের মধ্য দিয়ে পানি ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা উচিত।

    এশীয় উন্নয়ন ব্যাংক বরাবরই এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোকে ঋণ ও প্রযুক্তি সাহায্য দেয়ার চেষ্টা চালিয়ে আসছে। যাতে এ অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত ও দ্রুততর করা যায়। পানিসম্পদের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক একই ধরণের সাহায্য দিয়ে আসছে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা বলেন,

    এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্বে নেতৃত্বের ক্ষমতা পানিসম্পদের নিরাপত্তা জোরদারের জন্য নির্ধারক ভূমিকা পালন করছে। সবাই জানেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেত্রে সম্প্রসারিত পানিসম্পদ সরবরাহ বিশাল চ্যালেঞ্জের মুখে রয়েছে। গত কয়েক বছরে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হলেও বর্তমান ৭০ কোটি মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভূগছে। ১৯০ কোটি মানুষ মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত। ২০২০ সালের কৌশলপত্রে আমরা পানিসম্পদকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র হিসেবে নির্ধারণ করেছি। আমরা এই অঞ্চলের বিভিন্ন দেশকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের পুঁজি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবো। যাতে গ্রামীণ অঞ্চল, শহর এবং নদনদীর পানিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যায় । (লিলি)