|
 ২৬ জুন সকাল ৮টায় পেইচিং অলিম্পিক গেমসের মশাল শানসি প্রদেশের থাইইউয়ান শহরে হস্তান্তর শুরু হয়েছে।

অলিম্পিক মশাল থাইইউয়ান শহরের চিনছি পার্ক মহাচত্বর থেকে বিখ্যাত্ দর্শনীয় স্থানের মধ্য দিয়ে থাইইউয়ান ইস্পাত গ্রুপ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়। প্রথম মশাল বাহক ছিলেন চীনের বিখ্যাত্ গায়িকা

থানচিং। এতে মোট ২০৮জন মশাল বাহক অংশ নেন।
ছাই ইউয়ে
|