v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-26 14:49:21    
চীন কৃষকদের বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা করছে

cri

চীনের গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক একটি কর্মসূচী সম্প্রতি পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । জাতিসংঘ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ-ইউএনডিপি ও চীন সরকারের যৌথ উদ্যোগে এ কর্মসূচী চালু হয়েছে । এ কর্মসূচী অনুযায়ী গ্রামাঞ্চলে পানির গুণগত মান উন্নত করা হবে এবং দূষণযুক্ত পানি খাওয়ার কারণে সৃষ্ট নানা রকম সংক্রামক রোগ প্রতিরোধ করা হবে । এ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় চীনের জলসেচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , চীন সরকার বরাবরই গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে । ২০১৫ সালের শেষ নাগাদ চীনের গ্রামাঞ্চলের এ সমস্যা মোটামুটি সমাধান করা সম্ভব হবে ।

বর্তমানে চীনে যে পানি সরবরাহের কর্মসূচী চালু করা হচ্ছে , তার শিরোনামঃ চীনের গ্রামাঞ্চলের পানি সম্পদের ব্যবস্থাপনা ও নিরাপত্তার উন্নতকরণ । ৪ বছর মেয়াদী এ কর্মসূচী বাস্তবায়নের জন্য ৬৮ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হবে । পরিকল্পনা অনুযায়ী সিছুয়ান , হেইলুংচিয়াং , সিনচিয়াং ও লিয়াও নিন-এ ৪টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রামীন প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহের কেন্দ্র গড়ে তোলা হবে । ভূর্গভে গভীর কূপ খনন করা হবে , পাইপ বসানো হবে , পাম্প এবং জীবাণুনাশক সরঞ্জাম ব্যবহার করা হবে । এ ছাড়াও এ সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সুস্বাস্থ্যের শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হবে , তাদের স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জ্ঞান বাড়ানো হবে , যাতে দূষিত পানি খাওয়ার কারণে বিবিধ সংক্রামক রোগ রোধ করা যায় ।

চীনে ইউএনডিপির প্রতিনিধি খালিদ মালিক এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , এ প্রকল্পের মাধ্যমে চীনের গ্রামাঞ্চলের জনসাধারণ বিশেষ করে শিশুদের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা নিষ্পত্তি করা হবে বলে তিনি আশা করছেন । তিনি বলেন ,

কর্মসূচী অনুযায়ী চীনের গ্রামাঞ্চল বিশেষ করে গ্রামীণ শিশু ও বিদ্যালয়ের উপর ব্যাপক মনোযোগ দেয়া উচিত । তাদের জন্য সরকারের সাহায্যের খুব প্রয়োজন । শহরাঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা অপেক্ষাকৃত ভালই বলা যায় । এ প্রকল্পে চীনের গ্রামাঞ্চলের জল সম্পদের ব্যবস্থাপনা ও বিশুদ্ধ পানির সরবরাহের কাজও অন্তর্ভুক্ত রয়েছে । পানি ব্যবহারের প্রযুক্তি , পানি সম্পদের বন্টন এবং গ্রামাঞ্চলের পরিবেশের টেকসই উন্নয়নও আমাদের কর্মসূচীর প্রধান ক্ষেত্র ।

চীন সরকার বরাবই গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহের ওপর গুরুত্ব দিয়ে আসছে । গ্রামাঞ্চলের পানির গুণগত মান উন্নত করার ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সহযোগিতা চালানোও চীন সরকারের অন্যতম ব্যবস্থা । খবরে প্রকাশ , চীনের জলসেচ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্র গড়ে তোলা হয়েছে । খবরে প্রকাশ , গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা সমাধানের জন্য চীনের বিভিন্ন অঞ্চলে ভূগর্ভে গভীর কূপ খনন করা , পানি সঞ্চয় ও জীবাণুনাশক জলাশয় গড়ে তোলা এবং পাইপ বসানোসহ নানা রকম ব্যবস্থা নেয়া হচ্ছে ।

চীনের গ্রামাঞ্চলের পানি সম্পদের ব্যবস্থাপনা ও বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জলসেচ মন্ত্রণালয়ের কর্মকর্তা ফেং চিন উ বলেন , ২০০০ সাল থেকে চীনের গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কর্মসূচী শুরু হয়েছে । ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত চীনের গ্রামাঞ্চলে ১৬ কোটি লোকের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যার সমাধান করা হয়েছে । ২০০৬ সালের শেষ নাগাদ চীনে ৩২ কোটি লোকের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা সমাধান করা হয় নি । এ বছর চীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে , আগামী ১০ বছর অর্থাত্ ২০১৫ সালের মধ্যে চীনের বাকী ৩২ কোটি লোকের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা নিষ্পত্তি করা হবে ।

ফেং চিন উ বলেন , ২০০৬ সাল থেকে চীন সরকার গ্রামাঞ্চল বিশেষ করে পশ্চিম চীনের অনুন্নত অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপারে আরো বেশি অর্থ বরাদ্দ শুরু করেছে । এ ক্ষেত্রে চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাও জোরদার হয়েছে । তিনি বিশ্বাস করেন , বিভিন্ন পক্ষের প্রচেষ্টার মাধ্যমে ২০১৫ সালের মধ্যে চীনের গ্রামাঞ্চলের ৩২কোটি লোকের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে ।

২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনের গ্রামাঞ্চলে ৩২ কোটি লোকের বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা সমাধান করা হবে । গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের ফলে সমাজ , অর্থনীতি ও পরিবেশের দিক থেকে চীনের কৃষকরা উপকৃত হবে ।

এ বছরের প্রথম দিকে চীন সরকার স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে যে , যতোতাড়াতাড়ি সম্ভব কৃষকরা যাতে বিশুদ্ধ পানি খেতে পারেন , সে কারণে এ বছর চীন সরকার গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প নির্মাণের ব্যাপারে আরো বেশি অর্থ বরাদ্দ করবে । তিনি বলেন , চীনের গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প চালু করার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন স্থানীয় সরকার আলাদা আলাদাভাবে ৬.৪ বিলিয়ান ইউয়ান বরাদ্দ করবে । এ প্রকল্প বাস্তবায়নের ফলে চীনের গ্রামাঞ্চলের ৩ কোটি ২০ লাখ লোকের বিশুদ্ধ জন্য পানি সরবরাহ সমস্যার সমাধান করা হবে । এ ছাড়া সংখ্যালঘু জাতি , জলাধার গড়ে তোলার জন্য স্থানীয় অধিবাসীদের স্থানান্তর এবং গ্রামীন বিদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহের উপর আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে । এতক্ষণ শুনলেন চীনের গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা সমাধান বিষয়ক একটি প্রতিবেদন । অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি । (থান ইয়াও খাং)