চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্থানের বাণিজ্য বিভাগকে পরিশোধিত তেলের দাম বাড়ার পর বাজার স্থিতিশীল রাখতে বাজার গতিবিধি নিয়ন্ত্রনের কাজ ভালোভাবে চালানোর নির্দেশ দিয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয় , বিভিন্ন স্থানের বাণিজ্য বিভাগকে পরিশোধিত তেলের দাম বাড়ার পর খাদ্যশস্য , খাবার তেল , মাংস ও শাক-সব্জির মত নিত্য পণ্য এবং গুরুত্বপূর্ণ উত্পাদন উপকরণের দামের পরিবর্তন সম্পর্কে অবহিত হতে হবে এবং পাইকারী বাজার , কৃষিজাত পণ্য বাজার ,
সুপার মার্কেট ও বিভাগীয় বিপণীবিতানগুলোতে তদারকির কাজ জোরদার করতে হবে , যাতে সুযোগ নিয়ে যথেচ্ছ দাম বাড়ানোর চেষ্টা ঠেকানো যায় এবং বাজারের শৃংখলা রক্ষা করা যায় ।
|