চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দপ্তরের অনুমোদনক্রমে জানিয়েছে, ২৫ জুন দুপুর ১২টা পর্যন্ত চীনের বিভিন্ন স্তরের সরকার ভূমিকম্প উদ্ধার ও ত্রাণের জন্য মোট ৫৪.৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে।
এ সময় পর্যন্ত চীন দেশ-বিদেশের সমাজের বিভিন্ন মহলের দেয়া প্রায় ৫৩.৫ বিলিয়ন ইউয়ান অর্থ ও সামগ্রী পেয়েছে। ইতোমধ্যে দুর্গত অঞ্চলকে ১৯.১ বিলিয়ন ইউয়ান অর্থ ও সামগ্রী পাঠানো হয়েছে।
একই সময় পর্যন্ত চীনের সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পে ৬৯ হাজার ১৮৫ জন নিহত, ৩ লাখ ৭৪ হাজার ১৭১ জন আহত হয়েছে এবং ১৮ হাজার ৪৫৮ জন নিখোঁজ রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|