২৫ জুন " পিপলস ডেইলীর প্রবাসী সংখ্যায়" প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয় , চীনের সিছুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প ঘটার পর আন্তর্জাতিক সম্প্রদায় ধারাবিহিকভাবে মানবিক সাহায্য দিয়েছে । চীন সরকার সময়মত কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিয়ে এ প্রলয়ংকরী বিপর্যয় মোকাবিলা করেছে এবং দেশ বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে । তবে দালাই চক্র তা দেখতে চায় না । তাই দালাই লামা ক্ষান্ত না হয়ে তিব্বতের স্বাধীনতার পক্ষে ওকালতি করার জন্যে অনেক স্থানে ঘুরে বেড়াচ্ছেন , যাতে তিব্বত সমস্যায় চীনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ করা যায় ।
প্রবন্ধে বলা হয় , চীন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতা ও আস্থা বাড়ার সংগে সংগে দালাই বারবার অপপ্রচার চালালেও শ্রোতাদের মধ্যে বেশি সাড়া পাওয়া যায় নি । তিনি নিজেও স্বীকার করছেন যে , তিনি এখন অসহায় বোধ করছেন ।
প্রবন্ধে আরো বলা হয় , দালাই বিজ্ঞ হলে তার আশু জেগে উঠা উচিত । কোনো "আন্তর্জিতিক তাস" তার তিব্বতের স্বাধীনতার স্বপ্নকে বাঁচাতে পারবে না ।
|