২৫ জুন থেকে তিব্বতের পর্যটন আনুষ্ঠানিকভাবে সারা বিশ্বের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। বিভিন্ন পর্যটন সংস্থা বিদেশী পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে। এ দিন তিব্বতের পর্যটন স্বাভাবিক ছিল।
জানা গেছে, ১৪ মার্চের ঘটনার পর তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চল প্রথম বিদেশী পর্যটক দল ২৫ জুন বিকেলে লাসায় পৌঁছেছে।
১৪ মার্চের ঘটনায় তিব্বতের স্থিতিশীলতা বিপন্ন ও কোনো কোনো অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে তিব্বতের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে ও তিব্বতবাসীর উত্পাদন ও জীপনযাত্রার শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে। ২৩ এপ্রিল তিব্বতের মূলভূভাগ, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের জন্য সেখানকার পর্যটন আবারো উন্মুক্ত করা হয়। এ পর্যন্ত অভ্যর্থনা জানানো পর্যটক দলের সংখ্যা ১৬০টিরও বেশি।(লিলু)
|