গত তিন বছরে দক্ষিণ-পশ্চিম চীনের সীমান্তে অবস্থিত ইয়ুন নান প্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় পপি চাষের বিকল্প হিসেবে গোল্ডেন ট্রায়াংগেলে অবস্থিত মিয়ানমার ও লাওসের উত্তরাংশে খাদ্যশস্য , চা ও আখ চাষে পুঁজি বিনিয়োগ করেছে । তিন বছরের মধ্যে সেসব এলাকায় পপি চাষের আয়তন প্রায় ৭০ হাজার হেক্টর কমেছে । এক হিসাব থেকে জানা গেছে , চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর এ উদ্যোগের ফলে গোল্ডেন ট্রায়াংগেলে প্রতি বছর হেরোইনের উত্পাদন গড়ে ১১০ টন কমেছে ।
জানা গেছে , গত শতাব্দির নব্বইয়ের দশকের গোড়ার দিকে চীনের ইয়ুন নান প্রদেশের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান লাওস ও মিয়ানমারের পপি উত্পাদনকারী এলাকায় অর্থকরী ফসলের চাষ শুরু করে । গত বছর চীন সরকার প্রথমবারের মত বিদেশে জাতীয় মাদক দমন সংক্রান্ত ভর্তুকি বাবদ ৮২টি শিল্পপ্রতিষ্ঠানকে ২ কোটি ৯০ লাখ ইউয়ান বরাদ্দ করেছে । পাশাপাশি ইয়ুন নান প্রদেশের অর্থ বিভাগও এ খাতে দেড় কোটি ইউয়ান বরাদ্দ করেছে ।
ইয়ুন নান প্রদেশ ছাড়া বর্তমানে চীনের সিছুয়ন , হাইনান , কুয়াং তুং ও শান সি প্রদেশের কিছু শিল্পপ্রতিষ্ঠানও পপির বিকল্প চাষ করার ইচ্ছা প্রকাশ করেছে ।
|