২৬ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। হেরোইন দমন জোরদার এবং নতুন ধরণের মাদকদ্রব্যের উন্নয়ন প্রতিরোধের লক্ষ্য অনুযায়ী সকল চীনা মাদক নিয়ন্ত্রণের কাজে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । চীনের রাষ্ট্রীয় মাদকদ্রব্য দমন কমিটির স্থায়ী উপ মহাসচিব ইয়াং ফেং রুই ২৫ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, ২০০৫ সালের পর চীনে বিদেশী মাদক দমনের সামর্থ্য অনেক বেড়েছে।
এতে মাদকদ্রব্য অপরাধ তত্পরতা কঠোরভাবে দমন করা গেছে । সর্বোচ্চ পর্যায়ের তুলনায় চীনে হেরোইন সেবলকারীর সংখ্যা বৃদ্ধির হার ৩০ শতাংশ থেকে ৫.৬ শতাংশে নেমে গেছে। মাদক আইন লংঘনের মতো অপরাধ তত্পরতাও অনেক কমেছে।
তিনি বলেন, এখনো চীনে ১০ লাখ মাদকসক্ত আছে। চীন মাদক দমনের তত্পরতা এবং মাদকদ্রব্য নিষিদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।--ওয়াং হাইমান
|