চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিনফিং ২৪ জুন সানায় ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আবদাল-রব মানসুর আল-হাদির সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সি চিনফিং বলেন, চীন-ইয়েমেন বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের জন্য দু'দেশের উচিত অব্যাহতভাবে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যায় পরস্পরকে সমর্থন দেয়া এবং অবকাঠামো নির্মাণ, জ্বালানী সম্পদ ও টেলিযোগাযোগের ক্ষেত্রের কার্যকর সহযোগিতা জোরদার করা। চীন অব্যাহতভাবে ইয়েমেনের উন্নয়নকে সহায়তা করবে। চীন ইয়েমেনের সঙ্গে শিক্ষা, চিকিত্সা ও ক্রীড়া ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা এবং বহু পক্ষীয় ক্ষেত্রে দু'দেশের সমঝোতা ও সহযোগিতা জোরদার করবে।
আল-হাদি বলেন, ইয়েমেন চীনের সঙ্গে দু'দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখবে।
সি চিনফিং আরো বলেন, চীন অব্যাহতভাবে মধ্য-প্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার জন্য কার্যকর ভূমিকা পালন করবে। আল-হাদি এতে সন্তোষ প্রকাশ করেন।
ছাই ইউয়ে
|