২৪ জুন ভারতের নয়া দিল্লী টেলিভিশন কেন্দ্রের সূত্রে জানা গেছে, ভারতের পরমাণু বিজ্ঞানীরা সম্মিলিত ভাবে ভারত সরকারের দেশব্যাপী উন্মুক্ত বিতর্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির চুক্তি স্বাক্ষর ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে দিয়ে এই চুক্তি অনুমোদন করানোর জন্য আবেদন জানানোর বিরোধিতা করেছেন। ভারতের পরমাণু বিজ্ঞানীরা এই প্রথম বারের মত প্রকাশ্যে ভারত সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতার চুক্তি স্বাক্ষরের বিরোধীতা করলেন।
তাঁরা বলেন, ভারত সরকারের উচিত পরমাণু নিরাপত্তা চুক্তি নিয়ে সারা দেশে উন্মুক্ত বিতর্ক করা। কমপক্ষে এই চুক্তি নিয়ে প্রোগ্রেসিভ অ্যালিয়েস ও বাম দলগুলোর সঙ্গে উন্মুক্ত বিতর্ক করা উচিত্।
এছাড়া, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কর্মরত নন এমন ভারতীয় বিশেষজ্ঞদের সঙ্গেই কেবল এ বিষয়ে পরামর্শ করা উচিত।
ছাই ইউয়ে
|