চীনের গণ মুক্তি ফৌজের নৌবাহিনীর আমন্ত্রণে জাপানের সামুদ্রিক রক্ষী বাহিনীর 'সাজানামি' নামের একটি রনতরী ২৪ জুন কুয়াংতুং প্রদেশের চানচিয়াং বন্দরে পৌঁছে চীনে পাঁচ দিনব্যাপী মৈত্রী সফর শুরু করেছে।
রনতরী 'সাজানামির' এবারের সফর হচ্ছে ২০০৭ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চীনের নৌবাহিনীর রনতরী 'শেনচেন'এর জাপান সফরের ফিরতি সফর। জাপানের সামুদ্রিক রক্ষী বাহিনীর চতুর্থ দলের কমান্ডার মেজর জেনারেল শিনিছি তোকুমারু ২৪০ জন অফিসার ও সৈন্য নিয়ে চীন সফরে এসেছেন।
চীনের নৌবাহিনীর দক্ষিণ সাগরের নৌবহরের কমান্ডার লেফটেনান্ট জেনারেল সু শি লিয়াং বন্দরে জাপানী দলের অভ্যর্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, চীন ও জাপানের জাহাজগুলোর পারস্পরিক সফর হচ্ছে দু'দেশের নেতাদের স্বাক্ষরিত মতৈক্যের বাস্তবায়ন। এটা দু'দেশের প্রতিরক্ষা বিভাগের সমঝোতা বৃদ্ধি, পারস্পরিক নিরাপত্তা জোরদার এবং চীন ও জাপানের কৌশলগত পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বরান্বিতকরণে সহায়ক হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|