২৪ জুন চাংচৌ শহরে অনুষ্ঠিত চীনের দক্ষিণ-উত্তর পানি প্রবাহ প্রকল্পের পুনর্বাসন সংক্রান্ত অধিবেশনে এ প্রকল্পের রাষ্ট্রীয় পরিষদ কার্যালয়ের পরিচালক চাং চি রাও বলেছেন, প্রকল্পটির কাজ শুরু হওয়ার পাঁচ বছরে আনুষঙ্গিক সকল কাজ সুষ্ঠুভাবে চলছে।
চাং চি রাও বলেন, পূর্ব লাইন প্রকল্পের অংশ সানইয়াং ও থোং নদী প্রকল্প এবং চিপিংয়ের প্রধান খাল প্রকল্প ২০০৫ সালে সম্পন্ন হয়েছে। এ প্রকল্পগুলো সাম্প্রতিক বছরগুলোতে বন্যা প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
তা ছাড়া মধ্য লাইন প্রকল্পের অংশ দানচিয়াংকুও বাঁধের উচ্চতা বর্ধন প্রকল্পের নির্মাণকাজ ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে। এখন প্রকল্পের এক তৃতীয়াংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অন্যান্য প্রকল্পের নির্মাণকাজও সুষ্ঠুভাবে চলছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|