সাবেক জাতিসংঘ মহা সচিব , " বিশ্ব মানবতা ফোরামের" প্রতিষ্ঠাতা কোফি আনান ২৪ জুন জেনেভায় বলেছেন, জলবায়ুর পরিবর্তন থেকে সৃষ্ট নেতিবাচক প্রভাব মানব জাতির প্রতি ভয়াবহ হুঁমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলার জন্য বিশ্বের বিভিন্ন দেশের উচিত জ্ঞান ও প্রযুক্তির ভাগাভাগির মাধ্যমে সহযোগিতা চালানো ।
এ দিন সকালে শুরু হওয়া " মানবতা ফোরামের" প্রথম অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় কোফি আনান বলেন, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মানুষের কাজকর্ম ও স্বাস্থ্য থেকে দেশের খাদ্য নিরাপত্তা ও সমাজের স্থিতিশীলতাসহ মানব জাতির বিভিন্ন ক্ষেত্রে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে । এ কথাও বলা যায় যে, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে বৃহত্তম মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
তিনি বলেন, অনুন্নত দেশগুলো যেমন জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জে সবচেয়ে বড় শিকার তেমনি সবচেয়ে দুর্বল অংশ। তিনি সঙ্গে সঙ্গে মনে করেন, বিষাক্ত গ্যাসের মাথাপিছু নিঃসরণ শিল্পোন্নত দেশগুলোকে আগে কমাতে হবে। এ সব দেশের উন্নয়নশীল দেশগুলোকে "বর্ধিত সবুজ" বাস্তবায়নে সাহায্যের দায়িত্ব আছে।
|