v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-24 19:53:54    
চীন সরকার মানুষকে ভিত্তি করে দূরদৃষ্টি নিয়ে সিছুয়ানের পুনর্গঠন করবে

cri

চীনের উপপ্রধানমন্ত্রী , রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দপ্তরের উপ মহা পরিচালক হুই লিয়াংইয়ু ২৪ জুন রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা --চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কাছে সিছুয়ান ওয়েনছুয়ান ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ এবং পরবর্তীকালের পুনর্গঠন সম্পর্কে রিপোর্ট দাখিল করেছেন ।

১২ মে সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্প হওয়ার পর চীন সরকার উদ্ধার ও ত্রাণ কাজের শুরুতেই মানুষের প্রাণ বাঁচানোকে সর্বপ্রথম কর্তব্য হিসেবে নির্ধারণ করে । বিন্দুমাত্র আশা থাকা পর্যন্ত শতগুণ চেষ্টা চালিয়ে যাওয়া এবং কখনোই সহজে পরিত্যাগ নয় --এই ছিল ভূমিকম্প উদ্দার কাজের চেতনা । ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের সার সংকলন করার সময় হুই লিয়াংইয়ু দ্রুত আটকে পড়া জনসাধারণকে উদ্ধার করা , আহতদের চিকিত্সা করা এবং দুর্গত জনসাধারণকে পুনর্বাসন করাকে তাঁর রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেছেন । পরিসংখ্যানে জানা গেছে , এ পর্যন্ত মোট ১৪ লাখ ৬০ হাজার দুর্গত জনসাধারণকে স্থানান্তর করা হয়েছে । ধ্বংসস্তুপ থেকে ৮৪ হাজার ১৭জনকে উদ্ধার করা হয়েছে , ২০লাখ ৪০ হাজার আহতকে চিকিত্সা করা হয়েছে এবং জরুরীভাবে এক কোটি ৫১ লাখ মানুষকে স্থানান্তর করা হয়েছে । তাছাড়া চীন সরকার অনাথ ছেলেমেয়ে এবং নিঃসন্তান বৃদ্ধও পরিবারপরিজনহীন প্রতিবন্ধীদেরকে জীবনযাত্রার খরচ দেয় এবং নিহতদের পরিবারকে ভাতা দিচ্ছে। উল্লেখ্য , সময়মতো সংক্রামক রোগ প্রতিরোধ জোরদার করায় দুর্গত এলাকায় কোনো সংক্রামক রোগ অথবা গণ স্বাস্থ্য হানিকর আকস্মিক ঘটনা ঘটে নি । ভূমিকম্পের পর সৃষ্ট গৌণ দুর্যোগের হুমকিকে ন্যূন্যতম পর্যায়ে আনা হয়েছে ।

হুই লিয়াংইয়ু এবারের উদ্ধার ও ত্রাণ কাজের প্রক্রিয়ার সারসংকলণ করে বলেন , আমরা প্রথমবারের মতো তিনদিন "জাতীয় শোক দিবস" ঘোষণা করেছি । সাধারণ মানুষ "জাতীয় শোকে" অংশ নিতে পেরেছে। গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা প্রথমবারের মতো প্রাকৃতিক দুর্যোগে নিহত স্বদেশবাসীদের জন্য অর্ধনমিত রাখা হয়েছে । আমরা প্রথমবারের মতো আন্তর্জাতিকত্রাণ দলকে সরাসরি দুর্গত এলাকায় যাওয়ার অনুমোদন দিয়েছি । আহতদেরকে বাঁচানোর জন্য প্রথমবারেরমতো বিপুল পরিমানে বিশেষ রেলগাড়ি , এ্যান্বুলেন্স , চার্টার ফ্লাইট এবং হেলিকপ্টার ব্যবহার করেছি । প্রথমবারের মতো একটানা কয়েক দিন ২৪ ঘন্টাব্যাপীত্রাণ কাজ সরাসরি সম্প্রচার করেছি । আমাদের সৈন্যবাহিনী একটি অঞ্চলে এত দ্রুত এত ব্যাপক যাত্রায় জড় হয়েছে যা ইতিহাসে খুব কম দেখা হয় ।

ভূমিকম্পের পর দেড় মাস পার হয়ে গেছে । আমাদের ত্রাণ কাজ একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে । চীনের রাষ্ট্রীয় পরিষদ বর্তমানের প্রধান কর্তব্য নির্ধারণ করেছে । ভূমিকম্পের পর পুনর্গঠনের কাজে কেন্দ্রীয় সরকার ৭০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । হুই লিয়াং ইয়ু বলেন , এর মধ্যে ৪০ বিলিয়ন ইউয়ান দুর্গতদের পুনর্বাসনে কাজে লাগানো হবে । হুই লিয়াংইয়ু বলেন , পুনর্গঠন প্রক্রিয়ায় জায়গার অবস্থা অনুসারে বিজ্ঞানসম্মত ও নিরাপত্তার কথা মাথায় রেখে জমির সাশ্রয়ীব্যবহার করতে হবে এবং কৃষিজমি রক্ষা করতে হবে । অব্যাহতভাবে আহতদের চিকিত্সা করতে হবে এবং মৃত্যুহার ও প্রতিবন্ধী হওয়ার হার সর্বনিম্ন পর্যায়েকমাতে হবে । দুর্গতদের পুনর্গঠনে অংশ নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং দুর্গত এলাকার নাগরিকদের আয় বাড়ানোর চেষ্টা করতে হবে

পাশাপাশি হুই লিয়াংইয়ু জোর দিয়ে বলেন , পুনর্গঠন একটি অত্যন্ত জরুরী ও দীর্ঘস্থায়ী কর্তব্য । এ জন্য চীনের রাষ্ট্রীয় পরিষদ পরবর্তী তিন বছরেরও বেশি সময়ে প্রাথমিকভাবে পুনর্গঠনের কাজ সম্পন্ন করবে এবং এর পরের ৫ বছরের মধ্যে অব্যাহতভাবে উন্নয়ন চালাতে থাকবে । আসলে চীনের রাষ্ট্রীয় পরিষদ আগে থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে এবং " সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পের পরের পুনর্গঠন সম্পর্কে নিয়মবিধি"সহ ধারাবাহিক আইন প্রণয়ন করেছে । শুধু তাই নয় ওয়েনছুয়ান ভূমিকম্প বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ কমিটিও গঠিত হয়েছে । ভূমিকম্পের পর পুনর্গঠন শুরু করার পরিকল্পনা প্রনয়ন ছাড়া গণ পরিসেবা ব্যবস্থা নির্মাণ , শ্রম শক্তির বিন্যাস ও শিল্প উত্পাদনের পুনর্বিন্যাস, বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ , পুরাকীর্তিরক্ষা এবং জমির ব্যবহার সহ বেশ কয়েকটি ক্ষেত্রের দশ-বারোটি কার্যক্রম তৈরী করা হয়েছে । চুং শাওলি