২৪ জুন বেলা ১টা ৩০ মিনিট থেকে থাইল্যান্ডের কংগ্রেসের নিম্ন পরিষদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী সামাক সুনদারাভেজকে অভিশংসন এবং মন্ত্রি সভার অন্য সাত সদস্যের প্রতি অনাস্থা প্রস্তাব নিয়ে দু'দিনব্যাপী বিতর্ক শুরু হয়েছে।
এটি হচ্ছে সামাক সরকার ক্ষমতায় বসার পর তার বিরুদ্ধে আনা প্রথম অনাস্থা প্রস্তাব। বিরোধী ডেমক্র্যাট পার্টি ১৮ জুন উত্থাপিত অনাস্থা প্রস্তাবে অভিযোগ এনেছে যে, সামাক সরকারের বহু বিভাগ কোন অবদান রাখে নি, কাজের ক্ষেত্রে তারা অযোগ্য ও দুর্নীতিপরায়ণ । এর ফলে দেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কার্যসূচী অনুযায়ী, নিম্ন পরিষদে বিতর্ক শেষে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।(লিলু)
|