২৪ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলি হোসেইনি তেহরানে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করায় ই ইউ'র নিন্দা করেছে। তিনি বলেন, এটি শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণূ সমস্যা সমাধানের চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
এদিন হোসেইনি একটি বিবৃতিতে বলেন, পরমাণু সমস্যা পুনরায় আলোচনা সংক্রান্ত গুচ্ছ প্রস্তাবের নতুন পরিকল্পনা ইরান এখন বিবেচনা করে দেখছে তখনই ইরানের বিরুদ্ধে ই ইউ'র এই নতুন দফার শাস্তি " অবৈধ ও স্ববিরোধী"। তিনি আরো বলেন, শাস্তি শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারবে না।
২৩ জুন ই ইউ'র একজন কর্মকর্তা বলেন, এদিন লুক্সেম্বার্গে অনুষ্ঠিত ই ইউ'র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের জাতীয় ব্যাংকের অর্থ জব্দ করা এবং ইরানের পরমাণু পরিকল্পনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ই ইউ দেশগুলোতে প্রবেশ কিংবা বাণিজ্যিক তত্পরতা চালানো নিষিদ্ধ করা। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনার দরজা এখনো খোলা আছে।
এদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী ভাইস মুখপাত্র টম ক্যাসি এক ভাষণে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করায় ই ইউ'র সদস্য দেশগুলোকে স্বাগত জানান।--ওয়াং হাইমান
|