২৪ জুন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কোওয়ের সভাপতিত্বে স্থায়ী কমিটির অধিবেশন অনুষ্ঠিত হয় । অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের সিছুয়ান প্রদেশের ভয়াবহ ওয়েনছুয়ান ভূমিকম্প প্রতিরোধ ও দুর্যোগোত্তর পুনর্বাসন সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয় এবং তা নিয়ে আলোচনা করা হয় ।
চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে তার পেশকৃত প্রতিবেদনে বলেন , দুর্যোগোত্তর পুনর্গঠন তহবিলের জন্যে কেন্দ্রীয় সরকার এ বছর ৭০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে এবং আগামী বছর ও তার পরের বছরে আরো বরাদ্দ করবে । হুই লিয়ান ইয়ু বলেন , দুর্যোগোত্তর পুনর্গঠন কাজ হচ্ছে একটি জরুরী ও দীর্ঘস্থায়ী কর্তব্য । আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ে পুনর্গঠনের কাজ সম্পন্ন হবে এবং ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে এ কাজ সুসংবদ্ধ হবে ।
আলোচ্যসূচী অনুসারে এ অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের ২০০৮ সালের কেন্দ্রীয় বাজেট পুনর্বিন্যাস সংক্রান্ত খসড়া প্রস্তাব , রাষ্ট্রায়াত্ত সম্পত্তি সংক্রান্ত খসড়া আইন , আবর্তনশীল অর্থনীতি সংক্রান্ত খসড়া আইন নিয়ে আলোচনা করা হবে এবং জাতিসংঘ "প্রতিবন্ধী অধিকার কনভেনশন" , শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সুপ্রতিবেশীসূলভ , মৈত্রী ও সহযোগিতা চুক্তি এবং চীন-আলজেরিয়া বন্দিবিনিময় ও ফৌজদারী আইনগত সহায়তা চুক্তি অনুমোদন করা হবে ।
|