সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিসংখ্যান ব্যুরো ও জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তিব্বত সংক্রান্ত তদন্ত দল প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালে তিব্বতের কৃষক ও পশুপালকদের মাথা পিছু আয় দু'হাজার ৭৮৮ ইউয়ান। যা ১৯৭৮ সালের তুলনায় ১৬গুণ। এটি তিব্বতের কৃষক ও পশুপালকদের অপেক্ষাকৃত সচ্ছল জীবনযাপনের প্রমান।
এর পাশাপাশি ২০০৭ সালে তিব্বতের শহরবাসীদের মাথা পিছু ইচ্ছানুযায়ী ব্যয়যোগ্য আয় ১১ হাজার এক শো ইউয়ান। এ অংক ১৯৭৮ সালের তুলনায় ১৯.৭ গুণ।
আয়ের অব্যাহত বৃদ্ধিতে তিব্বতের নগর ও গ্রামের অধিবাসিদের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে।(লিলু)
|