২৩ জুন ভারত ও অষ্ট্রেলিয়ার মধ্যে আসামি প্রত্যর্পন ও বিচার সহায়তা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ২৩ জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জি অষ্ট্রেলিয়া সফরের সময় অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী স্মিসের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন। দু'পক্ষ অঙ্গীকার করেছে যে , অপরাধ সমস্যার সম্মিলিতভাবে মোকাবেলার জন্য দু'দেশের মধ্যে কার্যকর পদক্ষেপ প্রত্যনের মাধ্যমে সহযোগিতা চালানো উচিত ।
উল্লেখ্য, ২২ জুন থেকে প্রণব মুখার্জি তাঁর দু'দিনব্যাপী অষ্ট্রেলিয়া সফর শুরু করেন। সফরকালে অষ্ট্রেলিয়া পুনরায় জানিয়েছে , ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও এপেকের সদস্য হিসেবে অন্তর্ভূক্তিকে অষ্ট্রেলিয়া সমর্থন করে । অষ্ট্রেলিয়ার ২০১৩ থেকে ২০১৪ সাল পযর্ন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচনে অংশ নেওয়াকে ভারত স্বাগত জানায় এবং সার্কের পযর্বেক্ষক হিসেবে মনোনয়নকে সমর্থন করেছে।
|