চীনের তত্ত্বাবধান মন্ত্রণালয় ও জাতীয় হিসাব-নিরীক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ২৩ জুন পেইচিংয়ে বলেছেন, তত্ত্বাবধান ও হিসাব-নিরীক্ষার ফলাফল অনুযায়ী, সিছুয়ান ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণের অর্থ ও সামগ্রীর ব্যবহার মোটামুটি সুষ্ঠু।
এ দিন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তত্ত্বাবধান মন্ত্রী মা ওয়েন বলেন, সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পের পর চীনের কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার পর্যন্ত বৃহদায়তনের তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং সময় মতো ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণের অর্থ ও সামগ্রীর ওপর তদারকি জোরদার বিষয়ক নিয়মমাফিক বিজ্ঞাপ্তি জারি হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ, জনগোষ্ঠী, সামাজিক সংস্থার সংগৃহীত অর্থ ও সামগ্রী বন্টনের অবস্থা এবং সিছুয়ান প্রদেশ ত্রাণ সামগ্রী ও অর্থ প্রাপ্তির অবস্থা নিয়ে তত্ত্বাবধান ও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং আইনলঙ্ঘনকারী কার্যকলাপের কারণে শাস্তি দেয়া হয়েছে।
জাতীয় হিসাব-নিরীক্ষা কার্যালয়ের প্রধান লিউ চিয়া ঈ বলেন, উদ্ধার ও ত্রাণের অর্থ সংগ্রহ, ব্যবস্থাপনা, বন্টন ও প্রয়োগের সম্পূর্ণ প্রক্রিয়ার হিসাব-নিকাশ করার জন্য চীনের হিসাব-নিরীক্ষা সংস্থা দশ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে। এখন পর্যন্ত তারা প্রায় ২০ হাজারটিরও বেশি সংস্থার ওপর হিসাব-নিরীক্ষা সম্পন্ন করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|