সৌদি আরব সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিনপিং ২২ জুন সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক তেল শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন । তিনি সার্বিকভাবে আন্তর্জাতিক জ্বালানী সম্পদ সমস্যা সম্পর্কে চীন সরকারের অভিমত , চীনের জ্বালানী সম্পদ নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে চীনের প্রস্তাব ব্যাখ্যাকরেছেন ।
সি চিনপিং বলেন , জ্বালানী সম্পদ সমস্যা একটি বিশ্বব্যাপী সমস্যা । বিশ্বে জ্বালানী সম্পদের সরবরাহ ও চাহিদার ভারসাম্য তরান্বিত করা এবং বিশ্ব জ্বালানী সম্পদের নিরাপত্তা রক্ষা করা বিশ্বের বিভিন্ন দেশের সামনে একটি অভিন্ন জরুরী কর্তব্য । সার্বিকভাবে এই সমস্যা নিয়ন্ত্রণ ও যুক্তিযুক্তভাবে সমাধান করতে হলে তেল উত্পাদক ও ভোক্তা দেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা , সংলাপ ও সহযোগিতা জোরদার এবং বহুমুখী ব্যবস্তা নেওয়া দরকার ।
সি চিনপিং জোর দিয়ে বলেন, চীন বিজ্ঞান সম্মত উন্নয়নের পথে অটল রয়েছে । চীন সাশ্রয়ী উন্নয়ন , বিশুদ্ধ উন্নয়ন এবং নিরাপদ উন্নয়নে অটল থেকে জ্বালানী সম্পদের টেকসই কৌশল কার্যকর করছে । জ্বালানী সম্পদের উন্নয়নে চীন সবসময় সর্বপ্রথমে সাশ্রয়, অভ্যন্তরের জন্য বহুমুখী উন্নয়ন , বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরতা, পরিবেশ রক্ষা এবং পারস্পরিক কল্যাণ ও সহযোগিতার নীতি অনুসরণ করে যাবে । আন্তর্জাতিক জ্বালানী সম্পদ সহযোগিতায় একটি দায়িত্বশীল ও সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে চীন বিশ্বের জ্বালানী সম্পদের টেকসই উন্নয়ন তরান্বিত এবং বিশ্ব জ্বালানী সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য ইতিবাচক আবদান রাখার চেস্টা করছে । -- চুং শাওলি
|