v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-23 19:03:49    
আন্তর্জাতিক তেল শীর্ষ সম্মেলনে চীন সরকারের মতামত তুলে ধরলেন সি চিনপিং

cri

    দিনব্যাপী আন্তর্জাতিক তেল শীর্ষ সম্মেলন ২২ জুন সৌদি আরবের বন্দর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে । সৌদি আরব সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিনপিং আমন্ত্রিত হয়ে চীনা প্রতিনিধি দল সহ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন । বর্তমান আন্তর্জাতিক জ্বালানী সম্পদ সমস্যা সম্পর্কে চীন সরকারের অভিমত তিনি সার্বিকভাবে ব্যাখ্যা করেছেন ।

    সি চিনপিং বলেন , সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন এবং অনিশ্চিত উপাদান যোগ হয়েছে ।এই পরিস্থিতি তেল উত্পাদক ও ভোক্তা উভয়ের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পারস্পরিক কল্যাণ ও সহযোগিতা , বহুমুখী উন্নয়ন এবং সহযোগিতানিশ্চিত করে নতুন জ্বালানী সম্পদের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা ও বাস্তবায়ন করা । তিনি বলেন , জ্বালানী সম্পদ সমস্যা একটি বিশ্বব্যাপী সমস্যা । বিশ্বে জ্বালানী সম্পদের সরবরাহ ও চাহিদার ভারসাম্য তরান্বিত করা এবং বিশ্বজ্বালানী সম্পদের নিরাপত্তা রক্ষা করা বিশ্বের বিভিন্ন দেশের সামনে একটি অভিন্ন জরুরী কর্তব্য । সার্বিকভাবে এই সমস্যা নিয়ন্ত্রণ ও যুক্তিযুক্তভাবে সমাধান করতে হলে তেল উত্পাদনকারী ও ব্যবহারকারীদেশ সহ আন্তর্জাতিক সম্পদ্রায়ের যৌথ প্রচেষ্টা, সংলাপ ও সহযোগিতা জোরদার এবং বহুমুখী ব্যবস্থা নেওয়া দরকার ।

    এই সব ব্যবস্থার মধ্যে রয়েছে ---এক, জ্বালানী সম্পদ উন্নয়ন ক্ষেত্রের পরামর্শ ও সহযোগিতাকে গভীরে নিয়ে যাওয়া , জ্বালানী সম্পদের রপ্তানী ও আমদানী দেশের মধ্যে সংলাপ ও যোগাযোগ জোরদার করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জ্বালানী সম্পদের যথাযথ দাম বজায় রাখা এবং বিভিন্ন দেশের স্বাভাবিক চাহিদা পূরণ করা । দুই, সার্বিকভাবে জ্বালানী সম্পদের অগ্রগামী প্রযুক্তি গবেষণা জোরদার করা , পরিস্কার , সস্তা , নিরাপদ ও নির্ভরযোগ্য বিশ্ব জ্বালানী সম্পদ সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তিন , জ্বালানী সম্পদ উন্নয়নের জন্য যৌথভাবে একটি চমত্কার আন্তর্জাতিক পরিবেশ গড়ে তোলা ।

    সি চিনপিং বলেন , চীন যেমন জ্বালানী সম্পদের একটি বড় ব্যবহারকারী দেশ , তেমনি একটি বড় জ্বালানী সম্পদ উত্পাদনকারী দেশও । চীনের জ্বালানী সম্পদ প্রধানত অভ্যন্তরের সরবরাহের ওপর নির্ভরশীল । বহু বছর ধরে চীন প্রায় ৯০ শতাংশ জ্বালানী সম্পদ নিজের শক্তির ওপর নির্ভর করে আসছে । তিনি বলেন , গত কয়েক বছরে চীনের দ্রুত আর্থ সামাজিক উন্নয়নের সাথেসাথে চীনের জ্বালানী সম্পদের ব্যয়ও দ্রুত বেড়েছে । কিন্তু ব্যয়ের মোটপরিমাণ অপেক্ষাকৃত কম । এ ব্যাপারে চীনের মাথাপিছু ব্যয়ের হার বিশ্বের গড় ব্যয়ের মাত্র ৮৪শতাংশ , তেলের মাথাপিছু ব্যয় বিশ্ব গড়ের মাত্র দুই ভাগের এক ভাগ এবং তেলের মাথাপিছু আমদানী পরিমাণ বিশ্ব গড়ের মাত্র ৩৭ শতাংশ ছিল ।

    সি চিনপিং জোর দিয়ে বলেন , চীন বিজ্ঞান সম্মত উন্নয়নের পথে অটল রয়েছে । চীন সাশ্রয়ী উন্নয়ন , বিশুদ্ধ উন্নয়ন এবং নিরাপদ উন্নয়নে অটল থেকে জ্বালানী সম্পদের টেকসই কৌশল কার্যকর করছে । জ্বালানী সম্পদের উন্নয়নে চীন সবসময় সর্বপ্রথমে সাশ্রয়, অভ্যন্তরের জন্য বহুমুখী উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরতা , পরিবেশ রক্ষা এবং পারস্পরিক কল্যাণ ও সহযোগিতার নীতি অনুসরণ করে যাবে । আন্তর্জাতিক জ্বালানী সম্পদ সহযোগিতায় একটি দায়িত্বশীল ও সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে চীন বিশ্বের জ্বালানী সম্পদের টেকসই উন্নয়ন তরান্বিত এবং বিশ্ব জ্বালানী সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য ইতিবাচক অবদান রাখার চেষ্টা করছে । তিনি বলেন , চীন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে , ২০০৫ সালের তুলনায় ২০১০ সালে জিডিপি ইউনিটে জ্বালানী সম্পদ ব্যয়ের হার ২০ শতাংশ কমবে । এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কিছু ব্যবস্থা নেব । সকলেই জানেন , এ বছরের ২০ জুন আমরা পরিশোধিত তেলের দাম বাড়িয়েছি । এটা দেশের ভেতরের পরিশোধিত তেলের সরবরাহ বাড়ানোর পক্ষে সহায়ক হবে , বাজারের সরবরাহ নিশ্চিত করবে এবং বিরামহীনভাবে বিশ্বের জ্বালানী সম্পদের টেকসই উন্নয়ন তরান্বিত করতে পারবে । --চুং শাওলি