চীনের স্টক তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান শাং ফু লিন ২২ জুন পেইচিংয়ে বলেছেন, চীনের পুঁজি বাজার স্থিতিশীল উন্নয়নের ভিত্তি মজবুত।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পুঁজির অস্থিরতা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবাহের প্রভাবে চীনের পুঁজি বাজার অস্থিতিশীল পরিস্থিতি স্পষ্ট। এটি পুঁজি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্টক তত্ত্বাবধান কমিটির এক সংশ্লিষ্ট কর্ম সম্মেলনে তিনি বলেন, বর্তমানে চীনের পুঁজি বাজার উন্নয়নের সুষ্ঠু অর্থনৈতিক ভিত্তি ,পরিবেশ এবং দেশ ও বিদেশের শক্তিশালী সমর্থন রয়েছে।
তিনি আরো বলেন, সংস্কারের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে চীনের পুঁজি বাজার সুষ্ঠু উন্নয়নের ভিত্তি আরো উন্নত হচ্ছে। তবে দেশ ও বিদেশের আরো জটিল পরিবেশে এ বাজার এখন আরও নতুন ও রূপান্তরিত একটি বাজার। তিনি বলেন, যে কোনো বাজারে অব্যাহতভাবে অসংগতি নিরসনের প্রক্রিয়ায় উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে।(লিলু)
|