উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা ২৩ জুন এক খবরে বলেছে, উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্কের স্বাভাবিকীকরণ এবং সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ উন্নয়ন দু'দেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থের অনুকূল। দীর্ঘকাল ধরে উত্তর কোরিয়া ও জাপানের অস্বাভাবিক সম্পর্ক দু'পক্ষের জন্যই ক্ষতিকর।
খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্কের স্বাভাবিকীকরণ বাস্তবায়ন হচ্ছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে গৃহীত অভিন্ন দলিলে উল্লেখিত বিষয়। এখন কোরিয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে যদি জাপান উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী নীতি বজায় রাখে তাহলে ছ'পক্ষীয় বৈঠকে বাড়তি ঝামেলা সৃষ্টি হবে।
খবরে বলা হয়েছে, কিছু দিন আগে অনুষ্ঠিত উত্তর কোরিয়া ও জাপানের সরকারী কর্ম বৈঠকে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্ক উন্নয়নের পথ সুগম হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা পেয়েছে। কিন্তু জাপানের কিছু দক্ষিণপন্থী রক্ষণশীল শক্তি এ ব্যাপারে যথেচ্ছ মন্তব্য করেছে। তারা উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্ক উন্নয়নে বাধা দিতে এবং উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্ককে কাজে লাগিয়ে নিজ রাজনৈতিক পার্টির স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|