২২ জুন ফিলিপাইনের একজন কর্মকর্তা বলেছেন, ঘূর্নিঝড় 'ফেংশেন'-এর আঘাতে সেদেশে কমপক্ষে ২২৯জন নিহত, ৭শতাধিক লোক নিখোঁজ এবং প্রায় ৩.৭ লাখ জন দুর্গত হয়ে পড়েছে।নিহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
২০ জুন সন্ধ্যায় ফেংশেন পূর্ব ফিলিপাইনের সামারে পৌঁছানোর পর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগোতে থাকে এবং মধ্য ফিলিপাইনের দশ-বারোটি প্রদেশ এবং রাজধানী ম্যানিলার ওপর আঘাত হানে। এ সময় ঘূর্নিঝড় কবলিত অঞ্চলের বিদ্যুত ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এছাড়া ফিলিপাইনের একটি জাহাজ মাঝ সমুদ্রে ঝড়ের মধ্যে ডুবে যায়। এ পর্যন্ত জাহাজটি থেকে ৭ শতাধিক যাত্রীর মধ্যে মাত্র ৪জনকে জীবিত এবং ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
২২ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী আলবার্টো রোমুলোকে সমবেদনা জানিয়েছেন।–খোং চিয়া চিয়া
|