v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-23 14:02:20    
অলিম্পিক গেমসের চেতনা খুব মূল্যবান:চীনে ইসরাইলের রাষ্ট্রদূত

cri

 মে মাসের প্রথম সপ্তাহে পেইচিং অলিম্পিক গেমসের টিকিটের তৃতীয় পর্যায়ের অর্ডার শুরু হয়েছে। অন্যান্যদের মতো চীনে ইসরাইলের রাষ্ট্রদূত আমোস নাদাই পেইচিং অলিম্পিক গেমসের টিকিটের সরকারী ওয়েবসাইট সার্চ করেছেন। তিনি আশা করেন,তার আত্মীয়স্বজন এবং বন্ধুরা নিজের চোখে জাঁকজমকপূর্ণ অলিম্পিক গেমস দেখতে পারবেন। তিনি বলেন,

    আমি ইন্টারনেটে টিকিটের অর্ডার দিয়েছে। শুধু আমার জন্য নয়। আমার অনেক আত্মীয়স্বজন তখন আসবেন। আমি অনেকগুলো টিকিট কিনতে চাই।

    গত বছরের আগষ্ট মাস থেকে আমোস নাদাই চীনে ইসরাইলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সালে চীন এবং ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তিনি হচ্ছেন ষষ্ঠ রাষ্ট্রদূত। তিনি ৬০ বছর বয়স। এর আগে তিনি যথাক্রমে জাপান, থাইল্যান্ড এবং নরওয়েতে ছিলেন। তিনি একজন প্রবীণ কূটনীতিক। পাশাপাশি একজন ক্রীড়া অনুরাগী। তিনি বলেন,

    তরুণ বয়সে আমি খেলোয়াড় ছিলাম এবং অনেক ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছি। আমি ক্রীড়া প্রতিযোগিতা দেখতেও পছন্দ করি। আমি ফুটবল এবং টেনিস পছন্দ করি। আমি মনে করি,আমি একজন ক্রীড়া অনুরাগী

    ইসরাইল অনেকের কাছে সুপরিচিত। কিন্তু আমার মনে হয়, ইসরাইলের ক্রীড়া সম্পর্কে মানুষ খুব কম জানেন। আসলে ৭০ লাখ লোকসংখ্যার ইসরাইলে ক্রীড়া ক্ষেত্রে মান বেশ ভালো। বিশেষ করে সাম্প্রতিক অলিম্পিক গেমসে ইসরাইলের ক্রীড়া নৈপুণ্য খুব আকর্ষনীয়। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক গেমসে ইসরাইল প্রথম বারের মতো পদক পায় এবং ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে গল ফ্রিদ্রম্যান ইয়টং এবং পুরুষের সেল-বোর্টিং প্রতিযোগিতায় ইসরাইলের জন্য অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণপদক জয় করেন।

    আমোস নাদাই রসিকতা করে বলেন, মাথাপিছু হিসেবে ইসরাইলের পদকের সংখ্যা চীনের প্রায় সমান, কারণ ইসরাইলের লোকসংখ্যা চীনের ২০০ ভাগের এক ভাগ।

    আমোস নাদাই বলেন,চলতি বছর পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য ইসরাইল প্রায় ৪০ জন খেলোয়াড়ের একটি প্রতিনিধি দল পাঠাবে। তিনি আরো বলেন,

    আমরা আশা করি, গেমসে অংশগ্রহনকারীরা আমাদের দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়। আমরা জুডো, টেনিস এবং ইয়টিং ও সেল-বোর্টিংসহ বিভিন্ন ইভেন্ট নিয়ে আশাবাদী।

    পাশাপাশি আমোস নাদাই বলেন, পদক পাওয়া ভালো, কিন্তু অলিম্পিক গেমসের চেতনা শুধুমাত্র পদক জেতা নয়।

    আমার মনে হয় অলিম্পিক চেতনার দু'টি দিক রয়েছে। প্রথমত হচ্ছে শ্রেষ্ঠ খেলোয়াড়, দ্বিতীয়ত, খেলোয়াড়, গণ-মাধ্যম এবং দর্শকসহ অংশগ্রহণকারীদের মধ্যে আন্তর্জাতিক মৈত্রী সম্প্রসারণ।

    বলা যায়, অলিম্পিক গেমসের শান্তি ও মৈত্রীর বানী ইসরাইলের জন্য খুব মূল্যবান। চলতি বছর হচ্ছে ইসরাইলের রাষ্ট্রের-প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী। ৬০ বছরের মধ্যে ইসরাইলে মোট ৫টি বড় যুদ্ধ হয়েছে। তাছাড়া,অসংখ্য বড় ও ছোট সংঘর্ষও হয়েছে। ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে জার্মানীর মিউনিখে অনুষ্ঠিত ২০ তম অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলী খেলোয়াড় রাজনৈতিক উগ্রবাদীদের হামলায় নিহত হন। এই পৃথিবী-কাঁপানো ঘটনা ইসরাইলীদের চিরস্থায়ী মনে কষ্টের করেন।

    এখনো পর্যন্ত ইসরাইলী খেলোয়াড়রা প্রতি বার অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে নিহত খেলোয়াড়দের জন্য একটি ছোট শোক সভা করেন। যুদ্ধ এবং সংঘর্ষের ফলাফল হলো অনেকের পঙ্গু হয়ে যাওয়া। তাই দীর্ঘকাল ধরে ইসরাইলের সরকার প্রতিবন্ধীদের ক্রীড়াকে খুব গুরুত্ব দিয়ে দেখে। আমোস নাদাই বলেন,

    গত শতাব্দীর ৪০-এর দশকে জার্মান ডাক্তার লুদভিগ গুটমানের উদ্যোগে প্রতিবন্ধীদের অলিম্পিক গেমস শুরু হয়। ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীন হওয়ার পর আমন্ত্রিত হয়ে তিনি ইসরাইল সফর করেন। কারণ অনেকে স্বাধীনতা যুদ্ধে প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন। খুব দ্রুতই এটা আবিষ্কার হয়েছে যে,ক্রীড়া অনেক প্রতিবন্ধীর শরীর তথা মনস্তত্ত্ব পুনরুদ্ধারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন ইসরাইলের তেল আবিব এবং হাইফাসহ অনেক শহরে প্রতিবন্ধীদের ক্রীড়া ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।

    ২০০৮ সাল চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আশা এবং একই সঙ্গে বিশ্বাস করি, চীনের উদ্যোগে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস সবচেয়ে চিত্তাকর্ষক হবে।

    তিনি আরো বলেন, ইসরাইলীদের জন্য অলিম্পিক গেমস চীনকে জানার একটি ভালো সুযোগ।

    বর্তমান আমোস নাদাই হান ভাষা শেখার চেষ্টা করছেন। তিনি আশা করেন,অলিম্পিক গেমসের সময় আরো বেশি লোক তাঁর শুভেচ্ছা বার্তা শুনতে পারবেন।

    ইসরাইলী জনগণের পক্ষ থেকে পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস সফল হবে এই শুভ কামনা করি। (লিলি)