২০ থেকে ২২ জুন পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ওয়েনছুয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শেনশি ও কানসু দুর্গত অঞ্চলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কাজের পরিদর্শন ও পরিচালনা করেছেন। তিনি দুর্গত অঞ্চলের জনগণের সঙ্গে দেখা করেছেন।
পরিদর্শনের সময় ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন, সুষ্ঠুভাবে দুর্গত অঞ্চলের জনসাধারণের পুনর্বাসন কাজ অব্যাহত রাখতে হবে। জনসাধারণের মৌলিক জীবনের নিশ্চয়তা দিতে হবে। দুর্গত অঞ্চলে মহামারী প্রকোপ রোধ করতে হবে। পুরোদমে পুনর্গঠন কাজ করতে হবে। দু'বছর সময়ের মধ্যে মোটামুটি পুনর্গঠন কাজ সম্পন্ন করার চেষ্টা চালাতে হবে।
ওয়েন চিয়া পাও আরো বলেন, দুর্গত অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনসাধারণ নিজের উপর নির্ভর করে পরিশ্রমী ও সংগ্রামী মর্মের দ্বারা নিজেদের হাতে নিজেদের আবাসভূমি পুনর্গঠন করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|