নেপালের 'কাঠমান্ডু পোস্ট' পত্রিকার ২১ জুনের খবরে জানা গেছে, সম্প্রতি নেপালের পুলিশ 'স্বাধীন তিব্বত' সংস্থার তিনজন সর্দারকে গ্রেফতার করেছে।
নেপালের পুলিশ পক্ষ ১৯ জুন রাজধানী কাঠমান্ডুতে চীন বিরোধী তত্পরতায় অংশগ্রহণকারী 'স্বাধীন তিব্বত' সংস্থার প্রায় ৭০০ জন সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নেপালে 'স্বাধীন তিব্বত' উসকানি করা, চীনের বিরোধী 'তিব্বতী নারী সমিতি'সহ সংশ্লিষ্টি স্বাধীন তিব্বত সংস্থার তিনজন সর্দার।
নেপালের পুলিশ পক্ষ জানিয়েছে, এই তিনজন ব্যক্তি নেপালে চীনের বিরোধী তত্পরতা উসকানি করে, নেপাল সরকারের অবিচলিত এক চীন নীতি লঙ্ঘন করেছে এবং সামাজিক নিরাপত্তার ওপর হুমকি দিয়েছে। নেপালের 'গণ নিরাপত্তা আইন' অনুযায়ী, তাদেরকে ৯০ দিন বন্দী রাখা যায়।
নেপাল সরকার একাধিকবার জোর দিয়ে বলেছে, তিব্বত চীনের ভূখন্ডের একটি অবিচ্ছেদ অংশ। কোন ব্যক্তিকে নেপালের ভূভাগে চীনের বিরুদ্ধে যে কোন বিক্ষোভ প্রদর্শন করতে দেবে না। নেপালের পুলিশ পক্ষ স্পষ্টভাবে ব্যক্ত করেছে, নেপালে 'স্বাধীন তিব্বত' পন্থী ব্যক্তিদের চীনকে বিভক্ত করার তত্পরতা করতে অনুমোদন দেবে না।(ইয়ু কুয়াং ইউয়ে)
|