v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-21 20:58:27    
মার্কিন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিংজার ও অন্য প্রতিনিধিদের সঙ্গে ওয়েং ছি শানের সাক্ষাত্

cri

    চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ছি শান ২০ জুন নিউইয়র্কে পর পর মার্কিন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিংজার ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য গোল টেবিল সম্মেলনের সদস্য কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    কিসিংজারের সঙ্গে সাক্ষাত্ করার সময় ওয়াং ছি শান উল্লেখ করেছেন, চীন ও যুক্তরাষ্ট্রকে কৌশলগত সংলাপ জোরদার করতেই হবে, সংলাপের মাধ্যমে সমঝোতা ও আস্থা বাড়াতে হবে এবং দু'দেশের গঠনমূলক সহযোগিতার সম্পর্কের দীর্ঘকালীন স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের ত্বরান্বিত করতে হবে।

    কিসিংজার বলেন, দীর্ঘকাল ধরে মার্কিন-চীন সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নতি হয়ে আসছে। এ থেকে দু'দেশের রাষ্ট্রীয় স্বার্থ প্রতিফলিত হয়। বর্তমান বিশ্বে গুরুতর পরিবর্তন ঘটার পরিস্থিতিতে মার্কিন-চীন সম্পর্ক বিশ্বের শান্তি ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের কৌশলগত সংলাপ জোরদার করা উচিত।

    একই দিন ওয়াং ছি শান মার্কিন বাণিজ্য গোল টেবিল সম্মেলনের চেয়ারম্যান, ম্যাকগ্রাও-হিল কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ব্যবস্থাপক হারোল্ড ম্যাকগ্রাও এবং এই সম্মেলনের অন্যান্য সদস্য কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তিনি দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সংক্রান্ত তাদের মতামত ও প্রস্তাব শুনেছেন।

    ওয়াং ছি শান বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের বৃহত্তম বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরের পরিপূরক ও কৌশল। চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপের উদ্দেশ্য হচ্ছে সংলাপের মাধ্যমে সমস্যা উত্থাপন করা, মতৈক্য পৌঁছানো, ফলপ্রসূ বাস্তবায়িত করা, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পথে  রক্ষণশীল বাণিজ্য  প্রতিরোধ করা। যাতে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু'দেশের জনগণের জন্যে  কল্যাণ বয়ে আনবে। (ইয়ু কুয়াং ইউয়ে)