চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ২১ জুন সকালে মঙ্গোলিয়ার আনুষ্ঠনিক সফর শেষ করে সৌদি আরবে গিয়েছেন ।
মঙ্গলিয়া সফরকালে এ দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা পৃথক পৃথকভাবে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক ও সাক্ষাত্ করেছেন। সি চিন পিং চীন-মঙ্গোলিয়া আর্থ-বাণিজ্যিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন । তিনি বলেন , চীন সরকার মঙ্গোলিয়া সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় । চীন মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে মৈত্রী বজায় রাখতে , যোগাযোগ জোরদাকর করতে , সহযোগিতা উন্নয়ন করতে এবং দু'দেশের সম্পর্কের টেকসই ও সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক , যাতে দু'দেশ সবসময় ভালো বন্ধু ও ভালো অংশিদার হতে পারে ।
মঙ্গলিয়া হল সি চিন পিংয়ের এবার এশিয়ার পাঁচটি দেশ সফরের দ্বিতীয় ধাপ । তিনি সৌদি আরব , কাতার ও ইয়েমেন সফরও করবেন । (শুয়েই ফেই ফেই)
|