চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সারমিক কমিশনের চেয়ারম্যান হু চিনথাও ২০ জুন বলেছেন , চীনের পার্টি ও সরকার জোর দিয়ে উল্লেখ করে আসছে , জনগনকে গুরুত্ব দিতে হবে , জনগণের জন্য ক্ষমতা পালন করতে হবে , চিন্তাভাবনা করা এবং সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যাপকভাবে জনসাধারণের মতামত শুনতে হবে , জনসাধারণের বুদ্ধি কেন্দ্রীভূত করতে হবে । ইন্টারনেট জনগণকে জানা এবং জনগণের জ্ঞানবুদ্ধি আহরণ করার একটি গুরুত্বপূর্ণ পথ ।
এ দিন হু চিনথাও চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মুখ্যপত্র পিপলস ডেইলী পত্রিকা সংস্থা পরিদর্শন করে পত্রিকাটির ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী অভিনন্দন জানিয়েছেন । তিনি পিপলস ডেইলী পত্রিকার চালিত পিপলস নেটের দেশকে শক্তিশালী করে তোলার ফোরামে গিয়ে নেটব্যবহারকারীদের সঙ্গে মত বিনিময় করেন । চীনের যে কোনো শীর্ষ নেতা এই প্রথমবার সরাসরি ইন্টারনেটের মাধ্যমে নেটব্যবহারকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন ।
ভালভাবে সম্প্রচারের কাজ করা এবং জনমতের পথনির্দেশক শক্তি উন্নত করা সম্পর্কে হু চিনথাও ভাষণ দিয়েছেন । তিনি বলেন , চীনের বৈদেশিক উন্মুক্তকরণ সম্প্রসারণের সাথেসাথে বিশ্বের সঙ্গে চীনের সম্পর্ক দিনদিন নিবিড় হচ্ছে । সংবাদদাতাগণ অভ্যন্তরের দিকে দাঁড়িয়ে বিশ্ব সম্মুখে অনবরতভাবে তথ্য সম্প্রচারের গুণগতমান ও সময়ের কার্যকারিতা উন্নত করবেন বলে তিনি আশা করেন । তিনি আরও আশা করেন যে , বিদেশে কাজে নিয়োজিত চীনা সংবাদদাতারা সেই দেশের সঙ্গে চীনা জনগণের সমঝোতা ও বন্ধুত্ব বাড়ানোর জন্য আরও বেশি অবদান রাখবেন । --চুং শাওলি
|