পিপলস ডেইলী পত্রিকার খবরে জানা গেছে , ২০ জুন পিপলস ডেইলী পত্রিকা সংস্তা পরিদর্শন করার সময়ে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিনথাও বলেছেন , তথ্য প্রকাশের ব্যবস্থাকে উন্নত করতে হবে । আকস্মিক ঘটনা সম্পর্কিত তথ্য প্রকাশের ব্যবস্থাকে পরিপূর্ণ করে প্রথম সময়ে কর্তৃতপূর্ণ তথ্য দিতে হবে , সময়ের কার্যকারিতা উন্নত করতে হবে এবং তথ্যের স্বচ্ছতা বাড়াতে হবে ।
হু চিনথাও বলেন , এবারের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সংগ্রামে চীন সময়োচিতভাবে ভূমিকম্পের অবস্থা এবং ত্রাণ কাজ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে । ব্যাপক ক্যাডার ও জনসাধারণকে প্রেরণা দেওয়া এবং ঐক্যবদ্ধ হয়ে ভালভাবে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর ব্যাপারে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা পেয়েছে । এর মধ্যে সাফল্যের অভিজ্ঞতার সারসংকলন মনোযোগের সঙ্গে করতে হবে এবং এক ব্যবস্থা হিসেবে চালিয়ে যেতে হবে ।
হু চিনথাও আরও বলেন , জনগণকে গুরুত্ব দিয়ে সঠিক পথ নির্দেশক নীতিতে অটল থাকতে হবে এবং জনসাধারণের মতামত শুনতে হবে । যাতে জনগণের জানার অধিকার , অংশগ্রহণ করার অধিকার , মতামত ব্যক্ত করার অধিকার এবং তত্ত্বাবধান করার অধিকার নিশ্চিত করা যায় । --চুং শাওলি
|