গত কয়েক বছরে পেইচিংয়ের রাস্তায় মোটর গাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে । এটা পেইচিংয়ের সড়ক যোগাযোগের ওপরে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসছে । অনেকেই অলিম্পিক গেমসকে সামনে রেখে পেইচিংয়ের যোগাযোগ ব্যবস্থার ওপর নিবিড় দৃষ্টি রাখছেন । ১৯ জুন চীনের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হো চিয়েন চুন পেইচিংয়ে বলেছেন , অলিম্পিক গেমসের সময় বিভিন্ন স্টেডিয়ামের মধ্যেকার যোগাযোগ নিশ্চিত করার জন্য চীনের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় নানা ব্যবস্থা নেবে ।
একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , পেইচিংয়ের বর্তমান জনসংখ্যা দেড় কোটির মতো । পেইচিংয়ের মোটর গাড়ির সংখ্যা দশ বছর আগের দশ লাখ থেকে ত্রিশ লাখে দাঁড়িয়েছে এবং প্রতিদিন এক হাজার করে বাড়ছে। পেইচিংয়ের যোগাযোগ ব্যবস্থায় এটা এক বড় চাপ । মুখপাত্র হো চিয়েন চুন বলেন , অলিম্পিক গেমসের গাড়িগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় নানা ব্যবস্থা নেবে । তিনি বলেন , যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক গেমসের এক্সপ্রেস ওয়ে নির্ধারণ করা । অলিম্পিক গেমসের স্টেডিয়ামগামী সব সড়ক পথের টোল আদায় কেন্দ্রে বিদেশী ভাষা ও সাংকেতিক ভাষার প্রশিক্ষণ পাওয়া কর্মী থাকতে হবে । স্টেডিয়ামগুলোর মধ্যেকার সড়কপথে সব বাধা সরানো হবে , সড়ক পথের ভালো পরিবেশ বজায় রাখতে হবে এবং সড়কপথে অভিন্ন সংকেত বোর্ড বসাতে হবে ।
জানা গেছে , গত পাঁচ বছরে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো নির্মাণে পেইচিং পৌর সরকার ১১০ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে । গণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দেয়ার অনেক ব্যবস্থা নেয়া হয়েছে । আগষ্ট মাসে অলিম্পিক গেমসের সময় পেইচিংয়ের পাতাল রেলওয়ে লাইনের সংখ্যা ৭ টিতে দাঁড়াবে । এ সব পাতাল রেলের মোট দৈর্ঘ্য প্রায় দু শ' কিলোমিটার হবে । পাতাল রেল লাইন সরাসরি জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্ট ও জাতীয় সাঁতার কেন্দ্র ওয়াটার কিউবিক পর্যন্ত যাবে। যাত্রীরা সাব ওয়ে করে এ দুটি প্রধান স্টেডিয়ামে যেতে পারবেন ।
অনুমান অনুযায়ী আগষ্ট মাসে পেইচিংয়ে অলিম্পিক গেমসের সময় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ লাখ খেলোয়াড় , ক্রীড়া কর্মকর্তা ও দর্শক পেইচিংয়ে আসবেন । পেইচিংয়ের যোগাযোগ পরিচালনা কমিটির চেয়ারম্যান লিউ সিয়াও মিং বলেন , পেইচিংয়ের মোট ৩৪টি বাস লাইন বিভিন্ন স্টেডিয়ামের মধ্যে চলাচল করবে , দর্শকরা অলিম্পিক গেমসের টিকিট দেখিয়ে বিনা পয়সায় বাস বা পাতাল রেলে যাতায়াত করতে পারবেন । তিনি আরো বলেন , অলিম্পিক গেমস চলাকালে বাস চলাচলের সময় বাড়ানোর পাশাপাশি ৩৪টি বিশেষ লাইন চালু হবে । খেলোয়াড় ও দর্শকদের সুবিধার জন্য এ ৩৪টি বিশেষ লাইন স্টেডিয়াম ও হোটেলগুলোর মধ্যে চলাচল করবে ।
জানা গেছে , অলিম্পিক গেমস চলাকালে চীনের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় ৮১০টি স্বেচ্ছাসেবক গাড়ি পাঠাবে । এ সব গাড়ি সংগ্রহ ও প্রস্তুতির কাজ শেষ হয়েছে । তখন এ সব গাড়ি রাস্তাঘাটে বিদেশী অতিথি ও দর্শকদের সেবা ও সাহায্য করবে । অলিম্পিক গেমসের সময় পেইচিংয়ে বাস চলাচলের সময় বাড়ানো ছাড়াও ২৪ঘন্টাব্যাপী একটি দিনরাত্রির বাস ব্যবস্থা স্থাপন করা হবে ,যাতে দর্শকরা যে কোনো সময় বাসে করে নিজের গন্তব্য স্থানে যেতে পারেন । পাতাল রেল ও ট্যাক্সির সেবার সময়ও বাড়ানো হবে । এ সব ব্যবস্থা দেশেবিদেশের অতিথি ও পেইচিংয়ের নাগরিকদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে ।
|