 চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২০ জুন পিপলস ডেইলি অনলাইনের মাধ্যমে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ইনটারনেটে নাগরিকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান। এটি হলো চীনের সর্বোচ্চ নেতার ইনটারনেটের মাধ্যমে নাগরিকদের সঙ্গে প্রথম যোগাযোগ। প্রেসিডেন্ট হু চিনথাও বলেন, ভবিষ্যতে সময় পেলে পুনরায় ইনটারনেটে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করবেন।

২০ জুন সকালে প্রেসিডেন্ট হু চিনথাও পিপলস ডেইলি পত্রিকা পরিদর্শন করেন। নেটিজেনরা হু চিনথাওকে অনেক প্রস্তাব করেছে। হু চিনথাও বলেন, তিনি এসব প্রস্তাব বিবেটনা করবেন।
পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনে ১১কোটি ১০লাখ নেটিজেন রয়েছে। নেতাদের সঙ্গে যোগযোগের মাধ্যমে নাগরিকদেরকে নিজের মতামত প্রকাশ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে অংশ নেয়ার জন্য ইন্টারনেট একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম।
ছাই ইউয়ে
|