শ্রোতাবন্ধুরা, ১৯ জুন সন্ধ্যায় পাকিস্তানে চীনের দূতাবাস ছিল বেশ আড়ম্বরপূর্ণ। সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণে চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সহায়তার জন্য ধন্যবাদ জানাতে সেখানে একটি বিশেষ পার্টি অনুষ্ঠিত হয়েছে। এখন শুনুন এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার একটি রেকর্ডিং ভিত্তিক রিপোর্ট।
চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর , পাকিস্তান সরকার ও জনগণ এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে । পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে চীনা নেতাদেরকে সমবেদনা বাণী পাঠিয়ে এবং পাকিস্তানে চীনের দূতাবাসে গিয়ে ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। একই সঙ্গে পাকিস্তান ২০ হাজারেরও বেশি তাঁবু এবং অন্যান্য ত্রাণ-সামগ্রী সংগ্রহ করে চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলে পাঠায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাজার মুহাম্মদ গোশাল ভূমিকম্পে পাকিস্তানের সহায়তা প্রসঙ্গে বিনয় প্রকাশ করে বলেন " সবাই জানেন যে, পাকিস্তান ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। চীনের দুঃসময়ে আমাদের ভাইদেরকে সাহায্য করা পাকিস্তান সরকার ও জনগণের দায়িত্ব। তবে আমি জানি, এ সাহায্য খুবই ছোট, আশা করি আমরা আরও বেশি সমর্থন দিতে পারবো।"
ভূমিকম্প দুর্গত অঞ্চলে যারা সরাসরি ত্রাণ কাজে সহায়তা করেছেন সেইসব পাকিস্তানীরাও এই পার্টিতে উপস্থিত ছিলেন। এদের মধ্যে ভূমিকম্প দুর্গত অঞ্চলে গিয়ে আহতদেরকে চিকিত্সাদানকারী চিকিত্সকরাও ছিলেন।
পাকিস্তানের চিকিত্সা দলের প্রধান হাবিব-উল-রহমানের নেতৃত্ত্বে এ দলের সদস্যরা একসাথে এ অনুষ্ঠানে অংশ নেন। তারা চীনের কান সু প্রদেশের ভূমিকম্প দুর্গত অঞ্চল থেকে ফিরে এসেছেন। ২৭ মে ২৮জনকে নিয়ে গঠিত এ চিকিত্সা দল চিকিত্সা সাজ-সরঞ্জাম ও ঔষধ নিয়ে চীনের দুর্গত অঞ্চলে যান। দুর্গত অঞ্চলে পৌঁছার দ্বিতীয় দিনে তারা দ্রুত উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করেন। ১৬ দিন ও রাতের নিরলস প্রচেষ্টায় তারা অনেকের প্রাণ ত্রাণ বাঁচিয়েছেন। ১ জুন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও তাদের সঙ্গে দেখা করেন। এটি হাবিবুলের মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন:" চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আমাদের চিকিত্সা দলের খোঁজ খবর নিয়েছেন, এটি আমাদের কাজের সর্বোচ্চ মূল্যায়ন। এটি শুধু আমাদের অহংকার নয়, প্রতিটি পাকিস্তানীর জন্য সর্বোচ্চ পুরস্কারও বটে। আমরা খুব মুগ্ধ হয়েছি।"
পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সায়িদ আহমেদ কুরেশিও এবারের অভ্যর্থনা অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি ছিলেন। ভূমিকম্পের দিনে তিনি চীনের রেড ক্রস সোসাইটির আমন্ত্রণে চীন সফর করছিলেন। তিনি চীনের এবারের দুর্যোগে সহানুভূতি জানান এবং ভূমিকম্প উদ্ধার ও ত্রাণে সকল চীনা জনগণের নিরলস প্রচেষ্টায় মুগ্ধতা প্রকাশ করেন । তিনি চীনের রেড ক্রস সোসাইটিকে বলেন, পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রথম দিকেই ভূমিকম্প দুর্গত অঞ্চলে সাহায্য দিতে আগ্রহী। তিনি বলেন" এ দুর্যোগের খবর পেয়ে আমি যথাযথভাবে চীনের রেড ক্রস সোসাইটির কাছে ভূমিকম্প দুর্গত অঞ্চলে তাঁবু , চিকিত্সা এবং ঔষধ দেয়ার আগ্রহ প্রকাশ করি । স্বদেশে ফিরে আসার পর, আমি ৩ হাজার তাঁবু চীনে পাঠিয়েছিলাম। এখন আমি আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি, এসব তাঁবু ইতোমধ্যেই সুষ্ঠুভাবে চীনের সি ছুয়ান প্রদেশে পৌঁছেছে।"
এ পর্যন্ত, পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটি চীনের সি ছুয়ান প্রদেশের ভূমিকম্প দুর্গত অঞ্চলে ৫০ হাজার মার্কিন ডলার বরাদ্দ করেছে এবং ৩ হাজার ৩ শ তাঁবু পাঠিয়েছে। --ওয়াং হাইমান
|