১৯ জুন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ঘোষণা করেছেন, কানাডা ২০১০ সালে জি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
এ দিন এক বিবৃতিতে তিনি বলেন, ২০১০ সালের জি-৮ শীর্ষ সম্মেলন কানাডার অনটারিও প্রদেশের হানস্টভিলে অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, ঐ শীর্ষ সম্মেলনে উন্মুক্ত বাজার ও মুক্ত বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা উদ্যোগ নেয়ার ভালো সুযোগ থাকবে। ১৯৭৬ সালে কানাডা জি-৮-এ যোগদানের পর এনিয়ে পঞ্চম বারের মতো জি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
পশ্চিমা দেশের ৭টি দেশের শীর্ষ সম্মেলন জি-৮ শীর্ষ সম্মেলনে রূপ নিয়েছে। এর সদস্য দেশগুলো হচ্ছেঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানী, ইতালি, কানাডা, জাপান ও রাশিয়া। ১৯৭৫ সালে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী ও জাপান প্রথম বারের মত অর্থনৈতিক সম্মেলন আয়োজন করে। ১৯৭৬ সালে কানাডা সম্মেলনে অংশ নিলে এটি ৭টি দেশের গোষ্ঠীতে পরিণত হয়। ১৯৯৭ সালে রাশিয়া এতে যোগদানের পর জি-৮ শীর্ষ সম্মেলন ব্যবস্থা গড়ে তোলা হয়।–খোং চিয়া চিয়া
|