v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-20 16:08:22    
শোককে বিদায় দাও

cri

    দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ১২ মে ভয়াবহ ভূমিকম্প ঘটার পর চীনের বিনোদন জগত্ বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করেছে । দুর্গত অঞ্চলের জন্য অর্থ সংগ্রহ করার জন্য সম্প্রতি চীনের বিখ্যাত রক ব্যান্ড থাং ছাও-এর উদ্যোগে চীনের রক সঙ্গীত মহল "শোককে বিদায় দিয়ে সাহস সঞ্চয় কর" শ্লোগানে একটি কনসার্ট আয়োজন করে । এ কনসার্ট থেকে যে আয় হয়েছে , তা দুর্গত অঞ্চলে পাঠানো হবে । 

    ২৯ মে সন্ধ্যায় পেইচিংয়ের ইয়ু কুং ই সান পানশালা লোকে লোকারণ্য ছিল । কন্সার্ট শুরুর আগে দর্শকরা প্রথমেই ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতদের শোকে এক মিনিটে নীরবতা পালন করেন । এর পর থাং ছাও রক ব্যান্ডের গায়ক তিং উ'র আহ্বানে সবাই সমস্বরে "শোককে বিদায় দিয়ে সাহস সঞ্চয় কর" এই স্লোগান দেয়। আপনার এখন যে গানটি শুনছেন , তাহলো থাং কুও ছিয়াং অর্থাত্ "মিষ্টি ও বন্দুক" রক ব্যান্ডের গাওয়া "হাসি মুখে বিদায় নাও" । গানের কথা হল "মনে হয় তখন তুমি জানতে না , জীবন আরো কত বাকি , কারণ তোমার হাসি এত সুন্দর , তাই আমি আরো মর্মাহত, জীবনকে এক ধরনের শক্তিতে পরিণত করে অন্যকে উত্সাহ দাও , হাসতে হাসতে বিদায় নাও" ।

    "মিষ্টি ও বন্দুক" ব্যান্ডের প্রধান গায়ক ছিন থুং সংবাদদাতাকে দেওয়া সাক্ষাত্কারে বলেন , এ ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেকেই গৃহহীন হয়েছে , সি ছুয়ানের হাজার হাজার নাগরিক প্রাণ হারিয়েছে এবং অনেকেই স্বজন হারানোর যন্ত্রণা ভোগ করছে । তিনি "হাসতে হাসতে বিদায় নেয়া" গানটি দুর্গত অঞ্চলের বন্ধুদের উদ্দেশ্যে নিবেদন করেন , তিনি আশা করেন তারা আর না কেঁদে , দুর্যোগের ছায়া থেকে বেরিয়ে এসে বাড়িঘর পুনর্নির্মাণ করতে পারবে ।

    ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্য দেওয়ার জন্য আয়োজিত এ অনুষ্ঠান চীনের রক সঙ্গীত মহলের বিখ্যাত অনেক ব্যান্ড ও গায়ক অংশ নিয়েছিলেন । বিশেষ করে চীনের তাইওয়ান অঞ্চল থেকে আসা সিন রক ব্যান্ড ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত বিয়োংড ব্যান্ডের সদস্য ইয়ে সি রুংও এতে অংশ নেন । তারা বলেন , আমরা সবাই চীনা মানুষ , দুর্গত অঞ্চলের জনগণের জন্য সবাইকে অবশ্যই তার নিজের ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ইয়ে সি রুং নিজের খরচেই হংকং থেকে পেইচিংয়ে এসে এ অনুষ্ঠানে অংশ নেন । তিনি বলেন :

    সঙ্গীত ক্ষেত্রে আমি কিছু করতে পারি । তাই আমি আশা করি আমার গান দিয়ে আমার ভক্তদেরকে সি ছুয়ান দুর্গত অঞ্চলের জনগণকে সাহায্য করতে উত্সাহিত করতে পারবো । আমি এখন দুর্গত অঞ্চলের এতিম শিশুদেরকে লালন পালন করতে চাই এবং তাদের লেখাপড়ার জন্য সাহায্য করতে চাই । আমিও আশা করি আমার ভক্তরা তাদের ভালোবাসা দিয়ে শিশুদের সাহায্য করতে পারবে ।

    সে দিন সন্ধ্যায় ইয়ে সি রুংয়ের গান দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে । বিয়ংড ব্যান্ডের ক্লাসিক্যাল গান " আকাশ ও সমুদ্রের মত সীমাহীন" শুনে সবাই খুব মুগ্ধ হন । আসুন আমরা এ গানটি একটু শুনি ।

    এ গানের গায়ক ইয়ে সি রুং সংবাদদাতাকে জানিয়েছেন , তার "আকাশ ও সমুদ্রের মত সীমাহীন" গানটি বাছাই করার কারণ হল তিনি আশা করেন দুর্গত অঞ্চলের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব দুর্যোগের ছায়া থেকে বেরিয়ে এসে উজ্জ্বল ভবিষ্যত রচনা করতে পারবে । তিনি সঙ্গে সঙ্গে বলেছেন , তিনি আশা করেন সঙ্গীতের মাধ্যমে আরো বেশি বন্ধুদেরকে তিনি দুর্গত অঞ্চলের শিশুদের সাহায্য দলে আকর্ষণ করতে পারবেন ।

    আপনারা এখন যে গানটি শুনছেন সেটি চীনের তাইওয়ান অঞ্চলের "সিন" রক ব্যান্ডের "কখনই ছেড়ে দেবে না" । তারা বিশেষ করে ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের জন্য এ গানটি রচনা করেছেন । এ ব্যান্ডের একজন সদস্য জানিয়েছেন :

    "কখনই ছেড়ে দেবে না" হল আমাদের ভূমিকম্পের পর রচিত একটি গান । গানের কথার মাধ্যমে আমরা দুর্গত বন্ধুদেরকে সাহসের সঙ্গে জীবনের মুখোমুখি দাঁড়ানোর উত্সাহ দিতে চাই । এ গান রচনা মাত্র শুধু চার পাঁচ দিন সময় লেগেছে । আমাদের আস্থা ছিল যে এ গানটি তাড়াতাড়ি শেষ করতে পারলে দুর্গত অঞ্চলের বন্ধুদেরকে শক্তি যোগাতে পারবো ।

    এ দিনের অনুষ্ঠানে কর্মীরা সঙ্গীত তারকাদের অটোগ্রাফসহ টি-সার্ট ও পোস্টার বিক্রির অনুষ্ঠানও আয়োজন করে । সেখানে অর্থ দানের বাক্সও রাখা হয়েছিল । অনেক দর্শক দুর্গত অঞ্চলকে অর্থ দান করেছেন অনেকেই লাইন ধরে সঙ্গীত তারকাদের নাম স্বাক্ষরিত টি-সার্ট ও পোস্টার কিনেছেন । আরো বেশি সঙ্গীত প্রেমীদের এ ভালোবাসার সন্ধ্যা উপভোগ করার সুযোগ দিতে চীনের একটি বিনোদন ওয়েইবসাইটে এ অনুষ্ঠান প্রচার করা হয়েছে । ফলে দেশের বিভিন্ন জায়গার নেট ব্যবহারকারী দুর্গত জনগণের সাহায্যে আয়োজিত এ অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন । অনেক নেট ব্যবহারকারী সে দিন সন্ধ্যায় ফোন ও মেসেজের মাধ্যমে অর্থ দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন ।

    আপনারা এখন যে গানটি শুনছেন , তা হল "মুখ" রক ব্যান্ডের গাওয়া "বন্দর" । গানের কথা হল : কি মিষ্টি স্বপ্ন অন্ধকারে ভেঙে গেছে । অসংখ্য নিরীহ হৃদয় পথ হারিয়েছে । বিশ্বাস করতে চাই না যে এসব ঘটেছে । তুমি অপেক্ষা করছো , অপেক্ষা করছো তোমার স্বজনের জন্য । আমার বুক হল তোমার আশ্রয়ের বন্দর । তোমার আহত হৃদয় ভালোবাসা অনুভব করতে পারবে । আমার হৃদয়কে তোমার আশ্রয় বন্দরে পরিণত করবে , আমরা একসঙ্গে দুর্যোগের পর সূর্যের উষ্ণতার জন্য অপেক্ষা করবো ।

"মুখ" ব্যান্ডের প্রধান গায়ক ছেন হুই জানিয়েছেন , "বন্দর" হল তাদের ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজের জন্য বিশেষভাবে রচিত একটি গান । তিনি বলেন :

    দুর্গত অঞ্চলের অবস্থা দেখে আমি সে রাতেই এ গানটি রচনা শেষ করেছি । সেই অনুভূতি যেন নদির মত , বয়ে চলেছে । এ গানের মর্ম হল মানুষকে দুর্যোগের সঙ্গে যুদ্ধ করতে উত্সাহ দেয়া ।

    দর্শক হুয়াং ইয়ু একজন সঙ্গীত প্রেমী । তিনি সবসময় পানশাল অথবা বিভিন্ন লাইভ হাউসে গিয়ে গান গেয়ে থাকেন । সাক্ষাত্কারে তিনি বলেন , সে দিন সন্ধ্যার অভিনয় আগের যে কোনো অনুষ্ঠানের চেয়ে ভিন্ন । এর বিশেষ তাত্পর্য রয়েছে । তিনি বলেন :

    আমার মনে হয় এ ধরনের অনুষ্ঠান খুব ভালো । বিনোদন জগতের বড় বড় তারকারা বাস্তবে দর্শক এবং আমার মত সঙ্গীত প্রেমীদের সঙ্গে নিজের ভালোবাসা ভাগাভাগি করতে পারে । সঙ্গীতের মাধ্যমে আমরা দুর্গত অঞ্চলের জনগণের ব্যথা ভাগাভাগিও করতে পেরেছি । এতে বিনোদন নৈতিকতার পর্যায়ে উন্নীত হয়েছে ।

    সে দিন সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্যোক্তা থাং ছাও রক ব্যান্ড অনুষ্ঠান শেষে চারটি গান গেয়েছেন । অবশেষে এ ব্যান্ডের প্রধান গায়ক তিং উ ও অন্যান্য ব্যান্ডের সঙ্গে "বিদায়" নামের একটি গান দর্শকদের শোনান । তিনি বলেন , "বিদায়" গানটিকে পুরো অনুষ্ঠানের সামপ্তি গান নির্ধারণ করার কারণ হল , তারা এ গানের মাধ্যমে দুর্যোগে নিহত শিশুদেরকে বিদায় দিতে চেয়েছেন । এর পাশা পাশি যারা বেঁচে থাকেন , বিশেষ করে ছোট শিশুদেরকে সাহসের সঙ্গে ভবিষ্যত জীবনকে স্বাগত জানাতে হবে ।

    ৫ ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার ইউয়ান অর্থ সংগ্রহীত হয়েছে । এই অর্থের ব্যবহার সম্পর্কে থাং ছাও রক ব্যান্ডের গায়ক তিং উ বলেন , তারা সি ছুয়ান প্রদেশের মিয়ান ইয়াং শহের পেই ছুয়ান ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত জেলার ইয়ু লি প্রাথমিক স্কুলের সঙ্গে যোগাযোগ করেছেন । এ প্রাথমিক স্কুল ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে , পরে বন্যায় ডুবে গেছে । তিং উ বলেন , এবার অনুষ্ঠানের সব আয় এ প্রাথমকি স্কুলের পুনর্নির্মাণের জন্য দেওয়া হবে ।

(শুয়েই ফেই ফেই)