চীনে পরিশোধিত তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন প্রভাবে ১৯ জুন আন্তর্জাতিক তেলের দাম ব্যাপকভাবে কমেছে । নিউইয়র্কের বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১৩২ মার্কিন ডলারের নীচে নেমে গেছে।
রয়্যাল ডা-শেল অয়েল কোম্পানির নাইজেরিয়ায় প্রতিদিন ২ লাখ ব্যারেল অশোধিত তেল উত্পাদন হতো এমন একটি তেল ক্ষেত্র সশস্ত্র হামলার কারণে বন্ধ হয়ে ছিল। এর আগে নিউইয়র্ক বাজারের অশোধিত তেলের ফিউচার্সের দাম বেড়ে প্রতি ব্যারেল ১৩৭.৮২ মার্কিন ডলারে উঠেছিল। তবে চীনে পরিশোধিত তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের দাম ব্যাপকভাবে নেমেছে ।
এর মধ্যে অশোধিত তেলের উত্পাদন এগিয়ে নেয়ার জন্য ইরাক সরকার পশ্চিমা দেশগুলোর প্রধান তেল কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছে।
নিউইয়র্ক বাণিজ্য মেলায় প্রকাশিত জুলাই মাসের হালকা অশোধিত তেলের দাম ৪.৭৫ মার্কিন ডলার কমায় প্রতি ব্যারেলের দাম ১৩১.৯৩ ডলারে দাঁড়িয়েছে । লন্ডনের আন্তর্জাতিক তেল বাণিজ্য মেলায় প্রকাশিত আগস্ট মাসের ব্রেন্ট অশোধিত তেলের দাম ৪.৪৪ মার্কিন ডলার কমায় প্রতি ব্যারেলের দাম ১৩২.০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। --ওয়াং হাইমান
|