v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-19 20:45:46    
আন্তর্জাতিক মরুকরন ও খরা প্রতিরোধ দিবস

cri

    এ বছরের ১৭ জুন ১৪তম আন্তর্জাতিক মরুকরন ও খরা প্রতিরোধ দিবস। এ বারের 'আন্তর্জাতিক মরুকরন ও খরা প্রতিরোধ দিবস'-এর প্রতিপাদ্য হচ্ছে টেকসই কৃষি ক্ষেত্রে ভূমির অবক্ষয় প্রতিরোধ।

    মরুকরন মানে অস্বাভাবিক জলবায়ু ও মানবজাতির অপতত্পরতাসহ বিভিন্ন কারণে খরা, আধা খরা ও শুষ্ক অর্ধ আর্দ্র অঞ্চলের ভূমির অবক্ষয়। অর্ধ শতাব্দি ধরে মানবজাতির অতিরিক্ত চাষাবাদ ও গবাদি পশু চারন এমনকি বন নিধনের কারণে বিপুল পরিমানে গাছপালা নষ্ট হয়ে গেছে এবং গুরুতরভাবে পানি ও মাটির ক্ষয় হয়েছে।

    মরুকরনের তীব্রতা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। ১৯৭৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে বিশ্বব্যাপী মরুকরনের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানানো হয়। ১৯৭৭ সালে জাতিসংঘ কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিশ্ব মরুকরন সম্মেলন আয়োজন এবং বিশ্ব মরুকরন প্রতিরোধ সংক্রান্ত কর্মসূচী উত্থাপন করে। ১৯৯৪ সালের ১৪ নভেম্বর চীনসহ শতাধিক দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে 'আন্তর্জাতিক মরুকরন প্রতিরোধ কনভেনশন' স্বাক্ষর করে। একই বছরের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৯তম অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি (অর্থনীতি ও আর্থিক কমিটি)র প্রস্তাব অনুযায়ী, ১৯৯৫ সাল থেকে প্রতি বছরের ১৭ জুনকে 'আন্তর্জাতিক মরুকরন ও খরা প্রতিরোধ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

    সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশ ক্রমে ক্রমে মরুকরনের গুরুতর পরিনাম সম্পর্কে সচেতন বয়ে উঠেছে। বহু দেশ ভূমির মরুকরন প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে দেশের টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় হিসেব চিহ্নিত করার পাশাপাশি নিজেদের বাস্তব অবস্থা অনুযায়ী মরুকরন প্রতিরোধ সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরী এবং বাস্তবায়ন করেছে। এতে কিছু কিছু সুফলও এসেছে। তবে বিশ্বের মরুকরন পরিস্থিতি এখনও গুরুতর। মরুকরন ব্যবস্থাপনার বিভিন্ন দেশের দৃঢ়ভাবে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাওয়া দরকার।

    এ বছরের 'আন্তর্জাতিক মরুকরন ও খরা প্রতিরোধ দিবস'-এর প্রচারাভিযানে জাতিসংঘ মানবজাতির প্রতি কৃষি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি ক্ষেত্রে মরুকরনের প্রভাবের ওপর গুরুত্ব সহকারে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।