|
|
(GMT+08:00)
2008-06-19 20:36:02
|
এ বছরে বাম্পার ফলনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে---হুয়ে লিয়েন ইউয়ু
cri
চীনের উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়েন ইউয়ু সম্প্রতি হোপেই প্রদেশ পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, এ বছর ফসলের বাম্পার ফলনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। টানা পাঁচ বছরে ফসল উত্পাদন বাড়লেও এ বিষয়ে শিথিলের অবকাশ নেই। তিনি বলেন, সিচুয়ানের ওয়েনছুয়াং ভয়াবহ ভূমিকম্প ও সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ চীনে টানা প্রবল বর্ষনের কারণে কৃষি উত্পাদন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । আসন্ন গ্রীষ্মকালে টাইফুন , বন্যা ও খরা সহ প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ হবে বলে অনুমান করা হচ্ছে। তিনি বিভিন্ন অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে চলতি বছরে আবার বাম্পার ফলনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ।
|
|
|